জিম্বাবুয়েকে পাত্তা না দিয়ে ফাইনালে টাইগার যুবারা

জিম্বাবুয়েকে পাত্তা না দিয়ে ফাইনালে টাইগার যুবারা
জিম্বাবুয়েকে পাত্তা না দিয়ে ফাইনালে টাইগার যুবারা
৩৫ ওভার হাতে রেখে জিম্বাবুয়েকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। স্বাগতিকদের মাত্র ৮৯ রানেই অলআউট করে ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় বাংলাদেশের যুবারা।
শুক্রবার হারারে স্পোর্টস ক্লাবে ক্রিদেশীয় সিরিজের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। টাইগার বোলারদের তোপে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে শুরু করে স্বাগতিক ব্যাটাররা।
দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন ওপেনার নাথানিয়েল হ্লাবানগানা। ২০ রান করেন ব্রান্ডন নিডিয়েনি। মাত্র ২২.৩ ওভার খেলেই সব ক'টি উইকেট হারিয়ে ফেলে তারা।
বাংলাদেশের হয়ে ২৭ রানে ৪ টি উইকেট শিকার করেন ইকবাল হোসেন ইমন। তাছাড়া ২ টি করে উইকেট নেন সানজিদ মজুমদার এবং স্বাধীন ইসলাম।
৯০ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই গোল্ডেন ডাক মেরে ফেরেন রিফাত বেগ। তারপর দলকে এগিয়ে নেন আজিজুল হাকিম তামিম এবং কালাম সিদ্দিকি। ২০ রান করে কালাম আউট হলে তামিমকে শেষ পর্যন্ত সঙ্গ দেন রিজান হোসেন।
২৬ বলে ২১ রান করে অপরাজিত থাকেন রিজান। ৬ টি চার ও ১ টি ছক্কা মেরে ৪৯ বলে ৪৭ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন অধিনায়ক তামিম। ১৫.১ ওভারে বাউন্ডারি মেরে বাংলাদেশকে ম্যাচ জেতান রিজান হোসেন।