Image

সবাইকে অনুরোধ করলেন তাসকিন, গুজবে বিভ্রান্ত হবেন না

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 23 সেকেন্ড আগে
সবাইকে অনুরোধ করলেন তাসকিন, গুজবে বিভ্রান্ত হবেন না

সবাইকে অনুরোধ করলেন তাসকিন, গুজবে বিভ্রান্ত হবেন না

সবাইকে অনুরোধ করলেন তাসকিন, গুজবে বিভ্রান্ত হবেন না

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে তার বন্ধুকে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে। ২৬ জুলাই রাতে তার নামে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এবার এ বিষয়ে নিজে মুখ খুললেন তাসকিন। নিজের ফেসবুক পেইজ থেকে পোস্ট দিয়ে তাসকিন সবাইকে গুজবে বিভ্রান্ত না হতে অনুরোধ জানান।

তাসকিন আহমেদ লেখেন,

"সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না:

আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজববে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেউ বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোন ভাবে এমনটা হওয়ার কথা নয় । শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। ((মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত))
আশা করি সত্য এর সাথেই থাকবেন সত্য কখনো মিথ্যা হয় না।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three