জিম্বাবুয়েকে পাত্তা না দিয়ে ৯১ রানে জিতল বাংলাদেশ

জিম্বাবুয়েকে পাত্তা না দিয়ে ৯১ রানে জিতল বাংলাদেশ
জিম্বাবুয়েকে পাত্তা না দিয়ে ৯১ রানে জিতল বাংলাদেশ
জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজে টানা দুই জয়ে বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়া আজিজুল হাকিম তামিমের দল আজ স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে পেয়েছে ৯১ রানের বড় জয়। জাওয়াদ আবরার ৮২ রানের ঝড়ো ইনিংস খেললেও অলরাউন্ড পারফর্ম্যান্স দেখিয়ে ম্যাচসেরার পুরষ্কার জিতে নেন আজিজুল হাকিম তামিম।
দক্ষিণ আফ্রিকাকে ১ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ জিম্বাবুয়ের হারারেতে টাইগার যুবাদের দ্বিতীয় ম্যাচ ছিল স্বাগতিকদের বিপক্ষে। যেখানে ২৭৫ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে বাংলাদেশ ম্যাচ জিতে নিয়েছে ৯১ রানে।
বাংলাদেশের দেওয়া বড় লক্ষ্য টপকাতে নেমে ১৮৩ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ের যুবারা। ৮.২ ওভার বল করা সামিউন বাসির মাত্র ১৪ রান খরচায় শিকার করেন সর্বোচ্চ ৩ উইকেট। এছাড়া দু'টি করে উইকেট পান পেসার আল ফাহাদ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ফলে ৪২.২ ওভারে ১৮৩ রান করতেই থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে রান জমা করে ২৭৪। ওপেনার জাওয়াদ আবরারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮২ রানের ইনিংস। ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে জাওয়াদ আবরার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা ৩টি ফিফটি করে এবার ত্রিদেশীয় সিরিজেও পেলেন ফিফটির দেখা। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ বলে ২০ রান করা জাওয়াদ আবরার আজ জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে ব্যাটিংয়ে তুলে নেন হাফ সেঞ্চুরি।
আবরার শেষ ৫ ম্যাচে হাঁকালেন ৪টি ফিফটি, কোনভাবেই সেঞ্চুরিতে যেতে পারছেন না। আজ তাকে প্যাভিলিয়নে ফিরতে হয় ৬৩ বলে ৮২ রানের ইনিংস খেলে। তিনে নামা অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৩৪ রানের বেশি করতে পারেননি। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংসের পর বল হাতে দাপট দেখিয়ে ম্যাচ সেরার পুরষ্কার জিতে নেন ক্যাপ্টেন তামিম।
তবে উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ আবদুল্লাহ শেষ অবদি অপরাজিত থেকে দলের সংগ্রহ বড় করেছেন। অপরাজিত থেকে মাঠ ছাড়েন নামের পাশে ৫৬ রান নিয়ে। শেষ বেলায় তাকে সঙ্গ দেওয়া দেবাশীষ দেবা করেন ২৪ রান।