টানা পাঁচ হারে বিপিএল থেকে সিলেটের বিদায়, প্লে-অফে তামিমের বরিশাল
টানা পাঁচ হারে বিপিএল থেকে সিলেটের বিদায়, প্লে-অফে তামিমের বরিশাল
টানা পাঁচ হারে বিপিএল থেকে সিলেটের বিদায়, প্লে-অফে তামিমের বরিশাল
সিলেট, চট্টগ্রাম ঘুরে বিপিএল আবার ফিরেছে ঢাকায়; মিরপুর হোম অব ক্রিকেটে। বিপিএল ঢাকায় ফিরলেও জয়ে ফিরতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। ফরচুন বরিশালের কাছে ৮ উইকেটে হেরে সিলেট স্ট্রাইকার্সের বিদায় নিশ্চিত হয়ে গেছে। এ নিয়ে টানা পাঁচ হারের লজ্জায় ডুবল আরিফুল হকের দল। আজও ফিফটি হাঁকিয়ে দলের জয়ের নায়ক ক্যাপ্টেন তামিম।
৯ ম্যাচ ১৪ পয়েন্ট নিয়ে প্লে–অফে ওঠার দৌড়ে এগিয়ে গেল ফরচুন বরিশাল। বিপরীতে, সিলেট স্ট্রাইকার্সের ১০ ম্যাচে কেবল দুই জয়ে এসেছে ৪ পয়েন্ট। প্লে–অফ পর্বে খেলতে হলে আরিফুল হকের দলকে অলৌকিক কিছুর অপেক্ষা করেও আর কোনো লাভ হবে না।
টসে জিতে আগে ব্যাটিং বেছে নেওয়া আরিফুল হকের দল পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে গুটিয়ে গেছে কেবল ১১৬ রান করতেই। ১৮.৪ ওভারে খেলা সিলেটের ব্যাটারদের মধ্যে কেবল ৪ জন পৌঁছাতে পারেন দুই অংকের ঘরে। সর্বোচ্চ ২৮ রানের ইনিংস আসে বিপিএলে অভিষেক ম্যাচ খেলতে নামা পাকিস্তানের আহসান বাট্টি।
উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিকের ব্যাট থেকে আসে ১৯ বলে ২৪ রান। শেষদিকে অধিনায়ক আরিফুল হক ১২, তানজিম হাসান সাকিব ৮ বলে ১৩ রান করে দলের সংগ্রহ একশো ছাড়িয়ে ১১৬'তে নিয়ে যান।
সহজ লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই অবশ্য তাওহীদ হৃদয়ের উইকেট হারায় বরিশাল। ৭ বল খেলা ওপেনার হৃদয় ইনিংসের তৃতীয় ওভারে নাহিদুল ইসলামের বলে ক্যাচ তুলে ফেরত যান প্যাভিলিয়নে। ১ বাউন্ডারিতে রান পান কেবল ৬। তিনে নামা ডেভিড মালানও এদিন ব্যর্থ হয়েছেন। পাওয়ার প্লে শেষের আগের বলে সুমন খানের শিকার হন ৯ রানে থাকা মালান।
ক্যাপ্টেন তামিম ইকবাল এরপর সঙ্গী হিসেবে পান মুশফিকুর রহিমকে। এই দুইয়ের ব্যাট চড়েই সহজ জয়ের পথে এগিয়ে যায় ফরচুন বরিশাল। দু'জনেই বেশ দেখে-শুনে দলকে নিয়ে যান টানা ৪র্থ জয়ের দুয়ারে। ৮১ রানের জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তামিম-মুশফিক। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন তামিম ইকবাল।