Image

হাসারাঙ্গার বিকল্প কেউ নেই বাংলাদেশের বিপক্ষে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
হাসারাঙ্গার বিকল্প কেউ নেই বাংলাদেশের বিপক্ষে

হাসারাঙ্গার বিকল্প কেউ নেই বাংলাদেশের বিপক্ষে

হাসারাঙ্গার বিকল্প কেউ নেই বাংলাদেশের বিপক্ষে

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা রাঙিয়ে নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। লংকান লেগ স্পিনার ছিলেন পুরো সিরিজে ভয়ংকর, তুলে নিয়েছেন সর্বোচ্চ ৯ উইকেট। অথচ টি–টোয়েন্টি সিরিজের ঠিক আগমুহূর্তে তাকে নিয়েই পড়েছে বড় দুঃশ্চিন্তায় শ্রীলঙ্কা।

ডান পায়ের হ্যামস্ট্রিং চোটের কারণে ছিটকে গেছেন হাসারাঙ্গা। ফলে বৃহস্পতিবার পাল্লেকেলেতে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হতে যাওয়া প্রথম টি-টোয়েন্টিতে তার অনুপস্থিতি বাংলাদেশের জন্য স্বস্তির বার্তা হয়েই এসেছে। শুধু প্রথম ম্যাচ নয়, পুরো সিরিজেই তাকে পাচ্ছে না লঙ্কানরা।

ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটাররা বারবার তার সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন। বিশেষ করে মিডল ওভারে হাসারাঙ্গার ঘূর্ণি বাংলাদেশের ব্যাটিংকে ছন্নছাড়া করে তুলেছিল। এবার সেই বাঁধা না থাকায় আশাবাদী হতে পারে টাইগাররা।

তবে শ্রীলঙ্কা এখনো হাসারাঙ্গার বিকল্প ঘোষণা করেনি। আগেই ঘোষিত ১৭ সদস্যের স্কোয়াডেই লড়বে তারা। নেতৃত্বে থাকবেন চারিত আসালাঙ্কা।

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৩ জুলাই ডাম্বুলায় এবং শেষ ম্যাচটি হবে ১৬ জুলাই কলম্বোর প্রেমাদাসায়। তিন ভেন্যুতে ছড়িয়ে থাকা এই সিরিজে শক্ত লড়াইয়ের আশা করলেও লঙ্কানদের দলে অভিজ্ঞতা থাকলেও হাসারাঙ্গার না থাকাটা যে বড় এক ঘাটতি হয়ে দাঁড়াবে, তা বলাই যায়।

শ্রীলঙ্কা দল-

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, মাহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্দো ও ঈশান মালিঙ্গা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three