Image

চামিকা করুণারত্নেকে ডাকা হচ্ছে বাংলাদেশ সিরিজে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চামিকা করুণারত্নেকে ডাকা হচ্ছে বাংলাদেশ সিরিজে

চামিকা করুণারত্নেকে ডাকা হচ্ছে বাংলাদেশ সিরিজে

চামিকা করুণারত্নেকে ডাকা হচ্ছে বাংলাদেশ সিরিজে

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা দুই অলরাউন্ডার দাসুন শানাকা ও চামিকা করুণারত্নেকে ফিরিয়ে আনা হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডে।

শানাকা ও করুণারত্নে শেষবার শ্রীলঙ্কার জার্সিতে খেলেছিলেন বহুদিন আগে। এরপর চোট, ফর্মহীনতা ও স্কোয়াডে জায়গা না পাওয়া মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাদের। তবে আসন্ন সিরিজে তাদের অন্তর্ভুক্তি বোর্ডের দীর্ঘমেয়াদী পরিকল্পনারই অংশ। ২০২৬ সালে অনুষ্ঠিতব্য আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করেই মূলত দল পুনর্গঠনের কাজ শুরু করেছে নির্বাচক প্যানেল।

দলের একটি সূত্র নিউজওয়ারকে জানিয়েছে, "দলের ভারসাম্য ও অভিজ্ঞতা বাড়ানোর লক্ষ্যেই শানাকা ও করুণারত্নেকে ফিরিয়ে আনা হয়েছে। তারা দুজনেই দলের অতীত সাফল্যে বড় ভূমিকা রেখেছেন, তাদের অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের দারুণভাবে সহায়তা করবে।"

শানাকা শুধু একজন অলরাউন্ডারই নন, অতীতে দলের নেতৃত্বও দিয়েছেন। তার নেতৃত্বে শ্রীলঙ্কা জিতেছে এশিয়া কাপ। অন্যদিকে চামিকা করুণারত্নে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা রাখতে পারেন, যেকোনো পরিস্থিতিতে দলকে এগিয়ে নিতে সক্ষম।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী সপ্তাহে। অভিজ্ঞদের ফিরিয়ে এনে তারা যে পূর্ণ শক্তির দল নিয়েই নামতে চাইছে, সেটি পরিষ্কার।

Details Bottom