Image

৯৯ রানে হারল বাংলাদেশ, ওয়ানডে সিরিজটাও জিতল শ্রীলঙ্কা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
৯৯ রানে হারল বাংলাদেশ, ওয়ানডে সিরিজটাও জিতল শ্রীলঙ্কা

৯৯ রানে হারল বাংলাদেশ, ওয়ানডে সিরিজটাও জিতল শ্রীলঙ্কা

৯৯ রানে হারল বাংলাদেশ, ওয়ানডে সিরিজটাও জিতল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতার আশা আর পূরণ হলো না বাংলাদেশ দলের। পাহাড়ঘেরা ক্যান্ডির পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাট করে স্বাগতিক দলের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২৮৫। টার্গেট টপকাতে নেমে দুইশো রানও করতে পারেনি টাইগাররা। সিরিজ জয়ের সঙ্গে পাল্লেকেলেতে নিজেদের ইতিহাসেও এগিয়ে গেল লঙ্কানরা। 

পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে জিততে হলে বাংলাদেশকে রেকর্ড গড়তে হতো, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। সিরিজ জয়ের মিশনে ২৮৬ রানের টার্গেট টপকাতে নেমে বাংলাদেশের ইনিংস থেমে গেছে ১৮৬ করতেই। ফলে ৯৯ রানের বড় জয়ে টেস্টের পর ওয়ানডে সিরিজটাও নিজেদের করে নিল শ্রীলঙ্কা। 

এর আগে সেঞ্চুরি হাঁকিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ এগিয়ে নিয়ে যান কুশল মেন্ডিস। কুশলের ১২৪ রানের বাইরে ফিফটি হাঁকিয়েছেন কেবল চারিথ আসালাঙ্কা। শেষদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুশমান্থ চামিরার ব্যাটে তারা যদিও ২৮৫ রান করতে পেরেছে।

৪০ ওভারে ৩ উইকেটে ২২২ রানে থাকা শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে করতে পারে ২৮৫। ডেথ ওভারে বাংলাদেশের দারুণ কামব্যাক তাসকিন-মুস্তাফিজের কল্যাণে। শেষ ৬০ বলে শ্রীলঙ্কা করতে পারে কেবল ৬৩ রান, বিপরীতে উইকেট হারায় ৪টি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three