বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টির সব টিকিট বিক্রি শেষ

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টির সব টিকিট বিক্রি শেষ
বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টির সব টিকিট বিক্রি শেষ
শ্রীলঙ্কার কাছে টেস্টের পর টাইগাররা হারল ওয়ানডে সিরিজও। বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ। এর মাঝেই এসএলসি নিশ্চিত করেছে, টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে।
ক্যান্ডির পাল্লেকেলেতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টির প্রথমটি। হাউসফুল থাকবে গ্যালারী। শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে আজকের ম্যাচের সব টিকিট বিক্রি শেষ। সশরীরে হাজির হয়ে ক্রিকেটপ্রেমীরা টিকিট কেনার সুযোগ পাচ্ছেন না।
এসএলসি তাদের বিবৃতিতে বলেছে, টিকিটের জন্য টিকিট কাউন্টারে না আসার জন্য জনসাধারণকে বিনীত অনুরোধ করা হচ্ছে, কারণ আর কোনও টিকিট বিক্রির জন্য নেই।
পাল্লেকেল্লে স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের পরের দুই ম্যাচ ডাম্বুলা আর কলম্বোতে।