বাংলাদেশ সফর বাতিল করে শ্রীলঙ্কায় যাচ্ছে ভারত

বাংলাদেশ সফর বাতিল করে শ্রীলঙ্কায় যাচ্ছে ভারত
বাংলাদেশ সফর বাতিল করে শ্রীলঙ্কায় যাচ্ছে ভারত
আগস্ট মাসে বাংলাদেশ সফরে ছয়টি সাদা বলের ম্যাচ খেলার কথা ছিল ভারতের। দুই দেশের বোর্ড সূচিও প্রকাশ করেছিল। তবে শেষ পর্যন্ত আন্তর্জাতিক ব্যস্ততা ও সময়সূচির জটিলতার কারণে সিরিজটি এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। এই শূন্য সময়টাতেই ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কাছে আগস্ট মাসে একটি সংক্ষিপ্ত সাদা বলের সিরিজ আয়োজনের অনুরোধ জানিয়েছে।
একটি সূত্র ক্রিকবাজকে মঙ্গলবার জানিয়েছে, "এসএলসি-র একটি অনুরোধ জমা পড়েছে, কিন্তু আমরা এখনও এটি নিয়ে সিদ্ধান্ত নিইনি। আমাদের এশিয়া কাপের পরিস্থিতি দেখতে হবে। সবকিছুই একে অপরের সঙ্গে জড়িত।"
তবে এর মানে এই নয় যে এশিয়া কাপ এবং শ্রীলঙ্কা সিরিজ একসঙ্গে আয়োজন করা যাবে না। বিসিসিআই চায়, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা সেরে নিতে।
বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়া এই সপ্তাহে লন্ডনে লর্ডস টেস্ট দেখতে যাবেন। ম্যাচ চলাকালীন বা পরে তার সঙ্গে আলোচনা হবে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, প্রধান কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগারকারের। সেই আলোচনা শেষে শ্রীলঙ্কার অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত জানাবে বিসিসিআই।
এই সিরিজ হলে ওয়ানডে ফরম্যাটে ফিরতে পারেন ভারতীয় ক্রিকেটের দুই বড় তারকা রোহিত শর্মা ও ভিরাট কোহলি। দুজনেই ইতোমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। এখন কেবল ওয়ানডেতে খেলে যাচ্ছেন তারা।
ক্রিকবাজ জানিয়েছে, "ভারত মূলত ১৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বাংলাদেশে ছয়টি সাদা বলের ম্যাচ খেলার কথা ছিল, কিন্তু উভয় বোর্ড আন্তর্জাতিক প্রতিশ্রুতি এবং সময়সূচীর সুবিধার কারণ দেখিয়ে সিরিজটি পরের বছর পর্যন্ত স্থগিত করেছে।"
এদিকে এশিয়া কাপ আদৌ হবে কিনা, সে নিয়েও ধোঁয়াশা কাটেনি। ক্রিকবাজ জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। যদি এশিয়া কাপ না হয়, তাহলে শ্রীলঙ্কার মাঠে ভারত-শ্রীলঙ্কা সিরিজের সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়ে উঠবে।