অস্ট্রেলিয়ার কাছে ৫-০ তে হেরেও পাকিস্তান সিরিজে আশাবাদী হোপ

অস্ট্রেলিয়ার কাছে ৫-০ তে হেরেও পাকিস্তান সিরিজে আশাবাদী হোপ
অস্ট্রেলিয়ার কাছে ৫-০ তে হেরেও পাকিস্তান সিরিজে আশাবাদী হোপ
ওয়েস্ট ইন্ডিজ ৫-০ ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর, অধিনায়ক শাই হোপ এখন নজর দিচ্ছেন পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের দিকে।
সিরিজের শেষ ম্যাচে তিন উইকেটে হারার পর শাই হোপ জানান, ধারাবাহিকতার অভাবই ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ব্যর্থতার মূল কারণ।
তিনি বলেন, "আমরা কখনো ভালো শুরু করেও খারাপভাবে শেষ করেছি, আবার কখনো খারাপ শুরু করে ভালো শেষ করতে পেরেছি, কিন্তু পুরো ইনিংসে কখনোই একসাথে ভালো পারফর্ম করতে পারিনি।"
"অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে জিততে হলে ম্যাচের প্রতিটি বিভাগে সামঞ্জস্য রাখতে হয়, আমরা সেটা পারিনি," যোগ করেন হোপ।
সিরিজের প্রথম তিন ম্যাচে ভালো শুরু পেয়েও বড় রান তুলতে ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ।
- প্রথম ম্যাচে ১৩তম ওভারে ১ উইকেটে ১২৩ রান থাকার পরও স্কোর দাঁড়ায় মাত্র ১৮৯ রানে।
- দ্বিতীয় ম্যাচে ৬৩/০ শুরু করেও শেষ পর্যন্ত ১৭২ রানে থেমে যায় ইনিংস।
- তৃতীয় ম্যাচে ১২৫ রানের উদ্বোধনী জুটি গড়েও মিডল অর্ডারের ব্যর্থতায় ব্যাটিং সহায়ক উইকেটে বড় স্কোর হয়নি।
শেষ দুই ম্যাচে শুরু থেকেই ব্যাটিং ধুঁকেছে, আর মিডল অর্ডার সেই চাপ সামলাতে পারেনি।
"ব্যাটিং ইউনিট হিসেবে আমরা নিজেদের বড় স্কোর গড়ার মতো অবস্থানে আনতেই পারিনি। সব সময়ই যেন আমরা পেছনে পড়ে ছিলাম," বলেন হোপ।
তিনি আরও উল্লেখ করেন, সিরিজের পাঁচটি ম্যাচেই টস হেরে আগে ব্যাট করতে হয়, যা হয়তো দলের জন্য একটা বাড়তি চাপ ছিল।
"আমরা সবাই জানি, ক্যারিবিয়ান কন্ডিশনে রান তাড়া করাটাই বেশি সুবিধাজনক। ডিউ বা বাতাসের প্রভাব থাকলেও, স্কোর সামনে থাকলে পরিকল্পনা করে খেলা যায়। দুর্ভাগ্যজনকভাবে, আমি একটা টসও জিততে পারিনি," বলেন তিনি।
তবে বোলিং ইউনিটের প্রশংসা করে হোপ বলেন, "বোলাররা দুর্দান্ত লড়াই করেছে। বিশেষ করে শেষ দিকের ম্যাচগুলোতে আমরা অনেক ভালো বোলিং করেছি।"
পাকিস্তানের বিপক্ষে ৩১ জুলাই থেকে শুরু হতে যাওয়া সিরিজকে সামনে রেখে হোপ আশাবাদী, "এই সিরিজ থেকে অনেক কিছু শিখেছি। আশা করি পাকিস্তানের বিপক্ষে সেটা কাজে লাগাতে পারব।"