এশিয়া কাপে হংকংয়ের হেড কোচ শ্রীলঙ্কার সিলভা

এশিয়া কাপে হংকংয়ের হেড কোচ শ্রীলঙ্কার সিলভা
এশিয়া কাপে হংকংয়ের হেড কোচ শ্রীলঙ্কার সিলভা
এশিয়া কাপের আগে হংকংয়ের প্রধান কোচ নিযুক্ত হলেন কৌশল সিলভা। শ্রীলঙ্কার প্রাক্তন এই ক্রিকেটারের প্রথম বড় দায়িত্ব হবে সেপ্টেম্বরে এশিয়া কাপে।
এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং দলের নতুন হেড কোচ কৌশল সিলভা। এটি হবে কৌশল সিলভার প্রথমবারের মতো কোনও আন্তর্জাতিক দলের কোচিং করা।
এশিয়ার মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টটি ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। গ্রুপ 'বি'তে থাকা বাংলাদেশ খেলবে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকংয়ের বিপক্ষে। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ হংকং। তবে এর আগে ৯ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে হংকং।
সিলভা ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে শ্রীলঙ্কার জার্সি গায়ে মোট ৩৯টি টেস্ট খেলেছেন। এরপর ২০১৯ সাল থেকে শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় কোচিং করেছেন। তবে এটিই হবে ৩৯ বছর বয়সী এই খেলোয়াড়ের প্রথমবারের মতো আন্তর্জাতিক দলের নেতৃত্বে।
প্রথম-শ্রেণীর ক্রিকেটে তিনি একজন অসাধারণ উইকেটরক্ষক-ওপেনার ছিলেন: ২০৯টি ম্যাচে তিনি ৪১ সেঞ্চুরি সহ ১৩ হাজার ৯৩২ রান করেছিলেন।