‘শরফুদ্দৌলা সৈকত দুর্দান্ত’, আম্পায়ারিংয়ের প্রশংসা করলেন হার্শা ভোগলে

‘শরফুদ্দৌলা সৈকত দুর্দান্ত’, আম্পায়ারিংয়ের প্রশংসা করলেন হার্শা ভোগলে
‘শরফুদ্দৌলা সৈকত দুর্দান্ত’, আম্পায়ারিংয়ের প্রশংসা করলেন হার্শা ভোগলে
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন গৌরবের অধ্যায় যোগ করলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এজবাস্টনে অনুষ্ঠিত ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে তার নিখুঁত আম্পায়ারিং চোখে পড়েছে সবার। ম্যাচের পর প্রশংসা করেছেন খ্যাতিমান ভারতীয় বিশ্লেষক হার্শা ভোগলেও।
এই টেস্টে ভারতের ৩৩৬ রানের জয় যেমন আলোচনায় এসেছে, তেমনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সৈকতের আম্পায়ারিং দক্ষতাও। পাঁচ দিনের ম্যাচে তার দেওয়া দশটি সিদ্ধান্ত রিভিউ হয়েছিল, যার মধ্যে আটটিই প্রমাণিত হয়েছে সঠিক। আন্তর্জাতিক মানে এতটা নির্ভুল থাকা নিঃসন্দেহে প্রশংসনীয়।
এই ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে তার সঙ্গী ছিলেন নিউজিল্যান্ডের ক্রিস গ্র্যাফানি। ম্যাচ শেষে হার্শা ভোগলে টুইটারে লিখেছেন, "এই ম্যাচে আম্পায়ারিং অসাধারণ হয়েছে। ক্রিস গ্র্যাফানির কাছ থেকে তো মান আশা করা যায়ই, কিন্তু শরফুদ্দৌলা সৈকত দুর্দান্ত ছিলেন।"
বিশেষ করে বেন স্টোকসের এলবিডব্লিউ আউট নিয়ে ছিল বড় সিদ্ধান্ত। সুন্দরের বল ব্যাটে না প্যাডে আগে লেগেছে তা বোঝা যাচ্ছিল না স্পষ্টভাবে। তবে সৈকত দেরি না করে আউটের সংকেত দেন। স্টোকস রিভিউ নিলে দেখা যায়, বল সরাসরি প্যাডে লাগেছে এবং ট্র্যাকিং অনুযায়ী আঘাত করেছে স্টাম্পে। সিদ্ধান্তটি বহাল থাকে।
সৈকতের এই নির্ভুলতা এবং আত্মবিশ্বাস ক্রিকেট বিশ্লেষকদের মন জয় করেছে। ৪৮ বছর বয়সী এই অভিজ্ঞ আম্পায়ার আগামী ১০ জুলাই লর্ডসে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টেও অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।