Image

ভারতে ডব্লিউটিসি ফাইনাল সম্প্রচার এবং ডিজিটাল দর্শক সংখ্যা নতুন উচ্চতায় পৌঁছেছে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 9 মিনিট আগে
ভারতে ডব্লিউটিসি ফাইনাল সম্প্রচার এবং ডিজিটাল দর্শক সংখ্যা নতুন উচ্চতায় পৌঁছেছে

ভারতে ডব্লিউটিসি ফাইনাল সম্প্রচার এবং ডিজিটাল দর্শক সংখ্যা নতুন উচ্চতায় পৌঁছেছে

ভারতে ডব্লিউটিসি ফাইনাল সম্প্রচার এবং ডিজিটাল দর্শক সংখ্যা নতুন উচ্চতায় পৌঁছেছে

লর্ডসে অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট ম্যাচটি ভারতে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে রেকর্ডসংখ্যক দর্শক আকর্ষণ করেছে। পাঁচ দিনের ঐতিহ্যবাহী ক্রিকেট ফরম্যাটের জনপ্রিয়তা ও সম্প্রচারে জিওস্টারের যুগান্তকারী উপস্থাপন এই সাফল্যের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে।

ডব্লিউটিসির তৃতীয় আসরের ফাইনালটি টেলিভিশনে ভারতের সবচেয়ে বেশি দেখা এবং সর্বোচ্চ রেটিং পাওয়া অ-ভারতীয় টেস্ট ম্যাচে পরিণত হয়েছে। স্টার স্পোর্টস নেটওয়ার্কে ২.৯৪ বিলিয়ন মিনিট দেখার সময় ও ৪.৭ কোটি দর্শকের নাগাল পাওয়ার মধ্য দিয়ে এটি ইতিহাস গড়েছে।

ডিজিটাল প্ল্যাটফর্মেও রেকর্ড গড়েছে এই ফাইনাল। জিও সিনেমা ও অন্যান্য মাধ্যমে দেখা হয়েছে ২২.৫ কোটি বার যা আগের আসরের ফাইনালের (ভারত বনাম অস্ট্রেলিয়া) সমকক্ষ।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ এ বিষয়ে বলেন, "ডব্লিউটিসি ফাইনালের সম্প্রচার ও ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শকসংখ্যা প্রমাণ করে টেস্ট ক্রিকেট এখনো কতটা প্রাসঙ্গিক ও জনপ্রিয়। গুণগত মানের ক্রিকেট ও প্রতিযোগিতার গুরুত্বই এর মূল ভিত্তি।"

তিনি আরো বলেন, "ভারত ও অংশগ্রহণকারী দলের বাইরের অঞ্চলগুলো থেকেও ব্যাপক সাড়া পাওয়া প্রমাণ করে ক্রিকেট সত্যিই বৈশ্বিক খেলা, এবং ‘দ্য আলটিমেট টেস্ট’ তার ঐতিহ্য ও আবেগ নিয়ে এখনো দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়।"

জিওস্টারের ভূয়সী প্রশংসা করে জয় শাহ বলেন, "তাদের উদ্ভাবনী ও আবেগঘন কাভারেজ বিশ্বজুড়ে দর্শকের সঙ্গে সংযোগ গড়েছে, যা এই সাফল্যকে অনন্য করে তুলেছে।"

উল্লেখ্য, ঐতিহাসিক লর্ডস টেস্টে গ্যালারিতে উপস্থিত ছিলেন ১ লাখ ৯ হাজারের বেশি দর্শক।

Details Bottom
Details ad One
Details Two
Details Three