অ্যাশেজের দ্বিতীয় টেস্ট: ব্রিসবেনে ফিরলেন না কামিন্স, হ্যাজলউড

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 46 মিনিট আগে আপডেট: 1 সেকেন্ড আগে
অ্যাশেজের দ্বিতীয় টেস্ট: ব্রিসবেনে ফিরলেন না কামিন্স, হ্যাজলউড

অ্যাশেজের দ্বিতীয় টেস্ট: ব্রিসবেনে ফিরলেন না কামিন্স, হ্যাজলউড

অ্যাশেজের দ্বিতীয় টেস্ট: ব্রিসবেনে ফিরলেন না কামিন্স, হ্যাজলউড

অ্যাশেজের উত্তাপ বাড়লেও অস্ট্রেলিয়া দলে ফেরার পথ আপাতত বন্ধই রয়ে গেলো দুই তারকা পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের জন্য। ব্রিসবেনে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টকে সামনে রেখে আজ ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে পার্থ টেস্টে যে দল খেলেছিল সেই দলকেই অপরিবর্তিত রেখেছে তারা।

পিঠের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় এবারো বাইরে থাকতে হলো অস্ট্রেলিয়ান অধিনায়ক কামিন্সকে। অনুশীলনের মাত্রা বাড়ালেও এখনো ম্যাচ খেলার মতো পূর্ণ ফিটনেসে নেই তিনি। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, পার্থ টেস্টে না খেললেও কামিন্স দলকে সঙ্গ দিতে ব্রিসবেনে পৌঁছেছেন এবং সেখানেই ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথকে প্রায় এক ঘণ্টা বোলিং করিয়েছেন। আগামী ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টকে কেন্দ্র করে তাঁর ফেরার সম্ভাবনা দেখছে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে হ্যামস্ট্রিং ইনজুরিতে প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়া জশ হ্যাজলউডের ফেরাও হলো না দ্বিতীয় টেস্টে। পুনর্বাসন প্রক্রিয়া চলমান থাকায় তাঁকেও বাইরে রেখেছে বোর্ড।

স্কোয়াডে রাখা হয়েছে ওপেনার উসমান খাজাকে। পিঠের ব্যথায় পার্থ টেস্টে মাত্র এক ইনিংসে ব্যাট করতে পারলেও তাঁকে নিয়ে আস্থা দেখিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাঁর অনুপস্থিতিতে ওপেনিংয়ে নেমে ৬৯ বলে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার জয়ে বড় ভূমিকা রাখেন ট্রাভিস হেড। এরপর থেকেই উঠেছিল প্রশ্ন তাহলে কি টেস্টেও ওপেনার হিসেবে হেডকে দেখা যাবে? তবে খাজাকে রেখে এই আলোচনা আপাতত থামিয়ে দিয়েছে সিএ।

হেড ওপেন করলে মিডল অর্ডারে একটি স্থান খালি হবে। সেখানে সুযোগ পেতে পারেন বো ওয়েবস্টার কিংবা উইকেটকিপার ব্যাটার জশ ইংলিশ। আগামী ৪ ডিসেম্বর ব্রিসবেনে গোলাপি বলে ডে নাইট ম্যাচ হিসেবে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

অস্ট্রেলিয়া স্কোয়াড

উসমান খাজা, জেক ওয়েদারাল্ড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড, ব্রেন্ডন ডগেট, বো ওয়েবস্টার, মাইকেল নেসার, জশ ইংলিশ।