Image

লিটনের রেকর্ডের দিনে ছাপিয়ে গেলেন সাকিব-রিয়াদকেও

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
লিটনের রেকর্ডের দিনে ছাপিয়ে গেলেন সাকিব-রিয়াদকেও

লিটনের রেকর্ডের দিনে ছাপিয়ে গেলেন সাকিব-রিয়াদকেও

লিটনের রেকর্ডের দিনে ছাপিয়ে গেলেন সাকিব-রিয়াদকেও

স্বভাবজাত ব্যাটিংয়ের জন্য বরাবরই প্রশংসিত লিটন দাস। তাঁর দুর্দান্ত ব্যাটিং শৈলীর কারণে ‘স্টাইলিশ ব্যাটার’ উপাধি বহু আগেই পেয়েছেন। চোখধাঁধানো সব চার-ছক্কায় মাঠ মাতিয়ে চলা এই ডানহাতি ব্যাটার এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছুঁয়ে ফেলেছেন একের পর এক মাইলফলক।

এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচে ঝড়ো ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়েছেন লিটন। পেছনে ফেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদকে। সামনে এখন কেবল সাকিব আল হাসান। সাকিবকে ছাড়িয়ে যাওয়াটাও আর দূরের ব্যাপার নয়।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ১৪৪ রানের লক্ষ্য তাড়ায় নামা বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন লিটন। ২৯ বলে ফিফটি করে শেষ পর্যন্ত ৩৯ বলে ৫৯ রানের ইনিংসে দলকে পৌঁছে দেন জয়ের দোরগোড়ায়। এই ইনিংসের মধ্য দিয়েই মাহমুদউল্লাহর ২ হাজার ৪৪৪ রানের রেকর্ড ছাড়িয়ে যান তিনি।

মাহমুদউল্লাহ এই রান করেছিলেন ১৪১ ম্যাচে ১৩০ ইনিংসে। লিটন সেখানে মাত্র ১১১ ম্যাচে ১০৯ ইনিংসে তাকে টপকে গেছেন। ২৪ গড়ে ১৫টি ফিফটিতে অর্জন করেছেন বর্তমান রানসংখ্যা।

এ তালিকায় এক নম্বরে আছেন সাকিব আল হাসান। ১২৭ ইনিংসে ২ হাজার ৫৫১ রান করা এই অলরাউন্ডার এখন জাতীয় দলের বাইরে। সে জায়গায় ধারাবাহিক লিটনের সামনে রানের শীর্ষে ওঠা সময়ের অপেক্ষা মাত্র।

রান ছাড়াও ছক্কা মারার তালিকায় শীর্ষে উঠে এসেছেন লিটন। হংকংয়ের বিপক্ষে ইনিংসের ১৬তম ওভারে ইয়াসিম মুর্তজাকে ছক্কা হাঁকিয়ে মাহমুদউল্লাহর ছক্কার রেকর্ডও ভেঙে দেন তিনি। ওভারটির পরের বলেই চার মেরে ছুঁয়ে ফেলেন ফিফটি।

এই ছক্কাটি ছিল লিটনের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৭৮তম। মাহমুদউল্লাহর আগের রেকর্ড ছিল ৭৭ ছক্কা, যা তিনি করেছিলেন ১৩০ ইনিংসে। লিটন এই মাইলফলক স্পর্শ করেছেন ১০৯ ইনিংসেই।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ৭০-এর বেশি ছক্কা মারতে পারেননি আর কোনো ব্যাটার। ৫০ ছক্কার ক্লাবে আছেন শুধু সৌম্য সরকার (৫৫ ছক্কা, ৮৬ ইনিংস) ও সাকিব আল হাসান (৫৩ ছক্কা, ১২৭ ইনিংস)।

এই ম্যাচেই লিটনের আরেকটি অর্জন আসে তাওহীদ হৃদয়ের সঙ্গে গড়া জুটিতে। যেকোনো উইকেটে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৯৫ রানের জুটি গড়েন তারা। এর আগে এই তালিকায় শীর্ষে ছিল সাকিব আল হাসান ও সাব্বির রহমানের ৮২ রানের জুটি (২০১৬ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে)। তাছাড়া টপকে গেছেন মাহমুদউল্লাহ-আফিফের ৫৭ রানের জুটিকেও (২০২২ এশিয়া কাপ)।

রান, ছক্কা, জুটি—সব বিভাগেই রেকর্ডের পর রেকর্ড নিজের করে নিচ্ছেন লিটন। যে জায়গায় এক সময় একচেটিয়া আধিপত্য ছিল সাকিব আল হাসানের, সেখানেই এখন নতুন করে উঠে আসছেন এই উইকেটকিপার ব্যাটার। লিটনের ব্যাটিং যেন রেকর্ড গড়ার প্রতীক হয়ে উঠেছে।

জয়ের পর ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস বলেন, “প্রথম ম্যাচটা জেতা খুব গুরুত্বপূর্ণ ছিল। শেষ কয়েকটা সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি। তবে এশিয়া কাপে চাপটা একটু বেশি থাকে, এটা স্বাভাবিক (হাসি)। আজ আমরা ভালো খেলেছি। শেষ কয়েক বছরে আমাদের পেস বিভাগ খুব ভালো করেছে। আমরা একজন লেগ স্পিনার খুঁজছিলাম, রিশাদ গত দুই-তিন বছর ধরে ভালো করছে। উইকেট খুব একটা সহজ ছিল না, প্রতি বলে মারাটা কঠিন ছিল। গ্রাউন্ডটা বড়, তাই রান নিতে হলে এক-দুইয়ের ওপরই ভরসা করতে হয়েছে।”
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three