Image

৫৭ রানে আমিরাত গুঁড়িয়ে, ২৭ বলেই কাজ শেষ ভারতের

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 4 মিনিট আগে
৫৭ রানে আমিরাত গুঁড়িয়ে, ২৭ বলেই কাজ শেষ ভারতের

৫৭ রানে আমিরাত গুঁড়িয়ে, ২৭ বলেই কাজ শেষ ভারতের

৫৭ রানে আমিরাত গুঁড়িয়ে, ২৭ বলেই কাজ শেষ ভারতের

কুলদীপ যাদবের স্পিন আর শিভাম ধুবের মিডিয়াম পেস বোলিংয়ে মাত্র ৫৭ রানেই গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। সেই রান তাড়া করতে নেমে ভারত মাত্র ৪.৩ ওভারে ৯ উইকেটে স্বাগতিকদের হারিয়ে বড় জয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করেছে।

লক্ষ্য মাত্র ৫৮ রান, হাতে ১০ উইকেট আর ওভারের তো একটা সীমা আছে। বলের হিসাবে তখনও ১২০টি বল বাকি! সেই হিসাবে প্রতি ২ বলেও ভারতের প্রয়োজন হতো ১ রানের কম। কিন্তু সেই হিসাব মাথায় না নিয়ে ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা (৩০) ও শুভমান গিল (২০*) শুরু থেকেই খেলেছেন মারমুখী ভঙ্গিতে। দুজনে মিলে ওভারপ্রতি রান তুলেছেন প্রায় ১৪, যেখানে ১৩.৩৩ রান রেটকে ১৪ বলাই যায়।

অভিষেক ও গিলের অনবদ্য ৪৮ রানের জুটিতে ৯ উইকেটের সহজ জয় পায় ভারত। ১৬ বলে ৩ ছক্কা এবং ২ চারে ৩০ রান করে অভিষেক সাজঘরে ফিরলেও, গিল ৯ বলে ২ বাউন্ডারি এবং ১ ছক্কায় ২০ রানে অপরাজিত থেকে ভারতের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন বিজয়ের বেশে। অধিনায়ক সূর্যকুমার যাদব ছিলেন ২ বলে ৭ রানে অপরাজিত।

সংযুক্ত আরব আমিরাতের হয়ে একটি মাত্র উইকেট লাভ করেন জুনাইদ সিদ্দিকী।

প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল এশিয়া কাপের আয়োজক সংযুক্ত আরব আমিরাত। দুই ওপেনার আলিশান শারাফু (২২) এবং মোহাম্মদ ওয়াসিম (১৯) ওপেনিং জুটিতে এনে দেন ২৬ রান। এরপর জাসপ্রিত বুমরাহ শারাফুকে সাজঘরে পাঠালে সংযুক্ত আরব আমিরাতের ব্যাটিংয়ে ছন্দপতন ঘটে, আর সেখান থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি।

বুমরাহর পর আঘাত হানেন ভরুন চক্রবর্তী। তিনে নামা মোহাম্মদ জোহাইবকে ফেরান মাত্র ২ রানে। এরপর ম্যাচের বাকি অংশজুড়ে চলে কুলদীপ এবং শিভামের দাপট। দুজনে মিলে স্বাগতিক দলের বাকি সাত উইকেট তুলে নেন মাত্র ৩১ রানের মধ্যে। এ দুজনের সাথে যোগ দেন আক্সার প্যাটেল। ফলে ১৩.১ ওভারে মাত্র ৫৭ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত। শারাফু (২২) ও ওয়াসিম (১৯) ছাড়া বাকিদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রান আসে রাহুল চোপড়ার ব্যাট থেকে—মাত্র ৩।

এছাড়া আসিফ খান (২), হারশিত কৌশিক (২), ধ্রুব পরাশার (১), সিমরানজিত সিং (১), হায়দার আলি (১), জুনাইদ সিদ্দিকী (০), এবং ২ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ রহিদ।

ভারতের হয়ে কুলদীপ যাদব ২.১ ওভারে মাত্র ৭ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। শিভাম ধুবে ২ ওভারে ৪ রানের বিনিময়ে শিকার করেন ৩ উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন বুমরাহ, প্যাটেল ও ভরুন।

ভারতের ৯ উইকেটের বড় জয়ের নায়ক কুলদীপ যাদব। ৭ রানে ৪ উইকেট শিকার করে ভারতের এই স্পিনার পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
 

Details Bottom