Image

কার্ডিফে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
কার্ডিফে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

কার্ডিফে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

কার্ডিফে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

কার্ডিফের সোফিয়া গার্ডেনে বৃষ্টিবিঘ্নিত প্রথম টি–টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪ রানে হেরেছে ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ১–০তে এগিয়ে।

ডিএলএস পদ্ধতিতে নির্ধারিত ম্যাচটি বুধবার প্রায় চার ঘণ্টা দেরিতে শুরু হয়। পরে আবারও বৃষ্টির কারণে মাত্র ১২.৫ ওভার গড়ায় পুরো ম্যাচ।

প্রথমে ব্যাট করে ৭.৫ ওভারে ৯৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক আইডেন মার্করাম ১৪ বলে ২৮ রান করেন, যাতে ছিল দুটি চার ও দুটি ছয়। ডোনোভান ফেরেইরা ২৫ রান অপরাজিত থেকে শেষ করেন ইনিংস, আর ডেওয়াল্ড ব্রেভিস করেন ২৩। ইংল্যান্ডের হয়ে লুক উড ২২ রানে নেন ২ উইকেট।

ডিএলএস অনুযায়ী ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫ ওভারে ৬৯ রান। কিন্তু দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে ব্যর্থ হয় স্বাগতিক ব্যাটাররা। কাগিসো রাবাদা প্রথম বলেই ফিরিয়ে দেন ফিল সল্টকে। হ্যারি ব্রুকও কোনো রান না করেই সাজঘরে ফেরেন। জ্যাকব বেথেল মাত্র ৭ রানে আউট হন।

শুরুটা ভালো না হলেও ইংল্যান্ডকে টিকিয়ে রাখার চেষ্টা করেন অধিনায়ক জস বাটলার। ১৫ বলে ২৫ রান করে তিনিই ছিলেন একমাত্র লড়াই করা ব্যাটার। তবে শেষ পর্যন্ত মার্কো জানসেন (২–১৮) আর করবিন বশ (২–২০) মিলেই ইংলিশদের বিপর্যস্ত করে দেন। শেষ ওভারে প্রয়োজন ছিল ২৬ রান, কিন্তু বশ প্রথম বলেই টম ব্যান্টনকে ফেরালে জয়ের আশা শেষ হয়ে যায় ইংল্যান্ডের।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three