Image

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশও

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 23 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশও

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশও

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশও

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ের উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে আজ বুধবার মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অফিসিয়াল ফটোসেশনে অংশ নিয়েছে টাইগাররা। তারপর গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে টুর্নামেন্টে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি।

গ্রুপ পর্বে বাংলাদেশ মুখোমুখি হবে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের। শক্তিমত্তার বিচারে এই দল গুলোর তুলনায় অনেক পিছিয়ে বাংলাদেশ। তবুও বাংলাদেশ প্রিয় ফরম্যাটে খেলা হবে বলে কিছুটা আশা করাই যায়। অধিনায়ক শান্ত ও জানালেন আশার কথা। বললেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ নিয়ে যাচ্ছে তারা।

"আমার কাছে এরকম কোনো কিছু মনে হয় না। এখানে যে আটটা দল আছে, সবাই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়া। এই আটটা কোয়ালেটি টিম। আমি বিশ্বাস করি আমাদের দলের এই সক্ষমতা আছে। বাড়তি চাপের কথা, আমার মনে হয় না কেউ বাড়তি চাপ অনুভব করে। কারণ সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চায় মনেপ্রাণে, সবাই এটাই বিশ্বাস করে আমাদের ওই সক্ষমতা আছে। আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন আমরা জানি না। আমার কাছে মনে হয় আমরা ওইভাবে মেহনত করছি, আমাদের সততার সঙ্গে কাজ করছি। এবং প্রতিটা খেলোয়াড় বিশ্বাস করি আমাদের যে লক্ষ্য, ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো। "

কিছুদিন আগেই শেষ হলো বিপিএল। প্রায় দেড় মাস টি-টোয়েন্টি ফরম্যাটে খেলে দল এখন প্রস্তুতি নিচ্ছে ওয়ানডে ফরম্যাটের জন্য। তবে এটা নিয়ে কোনো সমস্যা নেই, জানালেন শান্ত

"আমার কাছে মনে হয় না কোচ এরকম কোন কিছু বুঝিয়েছে। সংস্করণের দিক থেকে একটু তো ভিন্নতা থাকেই। কিন্তু আমার মনে হয় যেভাবে ব্যাটসম্যানরা খেলেছে, এই টুর্নামেন্টে উইকেটটা ভালো ছিল, আমরা যে কন্ডিশনে খেলবো আশা করছি এর চেয়ে ভালো উইকেট থাকবে। ব্যাটসম্যানরা ভালো প্রস্তুতি নিয়েছে। কীভাবে ৫০–৬০–৭০ থেকে ১০০–১৩০ করতে পারে, এটা গুরুত্বপূর্ণ। বোলাররাও এই উইকেটে ভালো বল করেছে। আমাদের হাতে এখনো ছয়–সাতদিন আছে, এর মধ্যে আরও গুছিয়ে নিতে পারবো।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three