চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সহ-অধিনায়ক মিরাজ
- 1
অবসরের পরেও মাঠে, প্রশ্নের মুখে মুশফিক-রিয়াদ : প্রশ্নবিদ্ধ ক্রিকেট নীতি ও নৈতিকতা
- 2
নেওয়াজকে বিশ্বসেরা বললেন পাক কোচ, কূটনৈতিক জবাব দিলেন ভারতীয় কোচ
- 3
জাকেরের কণ্ঠে আত্মসমালোচনা, আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়
- 4
রবিনের ঝড়ো ব্যাটিংয়ে রাজশাহীকে ৭ উইকেটে হারালো ঢাকা মেট্রো, বগুড়ায় পরিত্যাক্ত রংপুর-সিলেট ম্যাচ
- 5
বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তিতে কাজ শুরু করলেন সাইমন টফেল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সহ-অধিনায়ক মিরাজ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সহ-অধিনায়ক মিরাজ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মেহেদী হাসান মিরাজকে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সহ-অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে। অধিনায়ক যথারীতি নাজমুল হোসেন শান্ত।
২৭ বছর বয়সী অলরাউন্ডার মিরাজ বাংলাদেশের হয়ে ১০৩টি ওয়ানডে খেলেছেন। সবশেষ সফরে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজে দলকে নেতৃত্বও দিয়েছেন মিরাজ।
বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি দলের সঙ্গে ট্রেনিং সেশনে অংশ নিতে শনিবার দুবাই যাবেন পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে টুর্নামেন্টে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচের পর এই দুই পেসার দেশে ফিরে আসবেন।
২০১৬ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে মিরাজের নেতৃত্বে তৃতীয় হয় বাংলাদেশ। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে থাকবেন মিরাজ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ রয়েছে গ্রুপ বি–তে। এই গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড। টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে রোহিত-কোহলিদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার পর বাংলাদেশ দল চলে যাবে পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে ২৪ ফেব্রুয়ারি নাজমুল হোসেন শান্তদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তিন দিন পর একই ভেন্যুতে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
বাংলাদেশের ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।