দক্ষিণ আফ্রিকার ৩৫২ রান টপকে জিতল পাকিস্তান
![দক্ষিণ আফ্রিকার ৩৫২ রান টপকে জিতল পাকিস্তান](https://cricket97.com/public/storage/upload/news/original/dd65578f-1d7e-4942-b3d3-91fb7c1853a9.webp)
দক্ষিণ আফ্রিকার ৩৫২ রান টপকে জিতল পাকিস্তান
দক্ষিণ আফ্রিকার ৩৫২ রান টপকে জিতল পাকিস্তান
ক্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার দেয়া ৩৫২ রানের বিশাল লক্ষ্য ৬ বল ও ৬ উইকেট হাতে রেখে তাড়া করে ফেলেছে পাকিস্তান। সেঞ্চুরির দেখা পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আঘা। এই জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠলো পাকিস্তান।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। দলীয় ৫১ রানে প্রোটিয়া শিবিরে প্রথম আঘাত হানে শাহিন শাহ আফ্রিদি। টনি ডি জর্জি ফেরেন ২২ রানে। অধিনায়ক টেম্বা বাভুমা রান আউট হয়ে ফিরে যাবার আগে করে যান ৮২ রান।
ম্যাথিউ ব্রিটস্কি করেন ৮৪ বলে ৮৩ রান। হেনরিখ ক্লাসেনের ৫৬ বলে ৮৭ রানের ঝড়ো ইনিংসে বড় সংগ্রহের পথে এগিয়ে যেতে থাকে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান সংগ্রহ করে প্রোটিয়ারা।
পাকিস্তানের হয়ে ২ টি উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি। খুশদিল শাহ ও নাসিম শাহ পান ১ টি করে উইকেট।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বাবর আজম ও সৌদ শাকিল আউট হয়ে যান যথাক্রমে ২৩ ও ১৫ রানে। ফাখার জামান ২৮ বলে ৪১ রানের উড়ন্ত সূচনা দিয়ে আউট হলে পাকিস্তানের স্কোর দাড়ায় ৩ উইকেটে ৯১ রান।
তারপর চতুর্থ উইকেটে ইতিহাস সৃষ্টি করে ২২৯ বলে ২৬০ রানের জুটি গড়ে সালমান আঘা ও মোহাম্মদ রিজওয়ান। চতুর্থ উইকেটে পাকিস্তানের সর্বোচ্চ জুটি এটি। এই দুই ব্যাটার ই পান সেঞ্চুরির দেখা। ১০৩ বলে ১৩৪ রান করেন সালমান। তার ইনিংসে ছিলো ১৬ টি চার ও ২ টি ছক্কা। অন্যদিকে ৯ চার ও ৩ ছক্কায় ১২৮ বলে ১২২ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রিজওয়ান।