বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহীনসের অধিনায়ক মোহাম্মদ হারিস
![বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহীনসের অধিনায়ক মোহাম্মদ হারিস](https://cricket97.com/public/storage/upload/news/original/2bb36bc5-6a6c-40b7-9d26-e1f90d26d30e.webp)
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহীনসের অধিনায়ক মোহাম্মদ হারিস
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহীনসের অধিনায়ক মোহাম্মদ হারিস
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য তিনটি আলাদা শাহীনস স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১৭ ফেব্রুয়ারি দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে বাংলাদেশের বিপক্ষে শাহীনসের নেতৃত্বে থাকবেন মোহাম্মদ হারিস। স্কোয়াডে আছে আমির জামাল, ওয়াসিম জুনিয়রের মতো ক্রিকেটাররা।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৪ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচের জন্য নেতৃত্বে থাকবেন শাদাব খান। এদিকে ন্যাশনাল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭ ফেব্রুয়ারির ম্যাচে মোহাম্মদ হুরাইরা দলের নেতৃত্ব দেবেন, ইজাজ আহমেদ জুনিয়র কোচ-কাম-ম্যানেজারের দায়িত্ব পালন করবেন।
একই দিনে দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে, পাকিস্তান শাহীনস বাংলাদেশ দলের মুখোমুখি হবে। এই ম্যাচে মোহাম্মদ হারিস অধিনায়কের ভূমিকায়। এবং উমর গুল কোচ-কাম-ম্যানেজার হিসেবে থাকবেন। স্কোয়াডে আছে আমির জামাল, ওয়াসিম জুনিয়রের মতো ক্রিকেটাররা।
পাকিস্তান শাহীনস স্কেয়াড বনাম বাংলাদেশ-
মোহাম্মদ হারিস (অধিনায়ক), আমির জামাল, আব্দুল সামাদ, আলি রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, মুসা খান, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সুফিয়ান মকিম এবং উসামা মীর।
শাহীনসের প্রস্তুতি ম্যাচের সূচি:
১৪ ফেব্রুয়ারি - বনাম আফগানিস্তান, গাদ্দাফি স্টেডিয়াম
১৭ ফেব্রুয়ারি বনাম দক্ষিণ আফ্রিকা, ন্যাশনাল স্টেডিয়াম করাচি
১৭ ফেব্রুয়ারি বনাম বাংলাদেশ, আইসিসি ক্রিকেট একাডেমি।