Image

সাকিব ভাইকে নিয়ে আবার কেন প্রশ্ন করলেন জানি না: শান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাকিব ভাইকে নিয়ে আবার কেন প্রশ্ন করলেন জানি না: শান্ত

সাকিব ভাইকে নিয়ে আবার কেন প্রশ্ন করলেন জানি না: শান্ত

সাকিব ভাইকে নিয়ে আবার কেন প্রশ্ন করলেন জানি না: শান্ত

২০২৩ বিশ্বকাপের মঞ্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার বাঁচা-মরার ম্যাচে সাকিব আল হাসানের কল্যাণে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে সেই সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে দলটি। যাওয়ার আগে তাই বার বার উঠে আসছে সাকিব প্রসঙ্গ। প্রতিবার সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে দিতে এবার একটু বেশিই বিরক্ত মনে হলো বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।

বুধবার সাকিব ইস্যুকে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শান্তর বিরক্তির সুরে উত্তর, "সাকিবকে অবশ্যই মিস করব। এই প্রশ্ন কেন করলেন আমি জানি না। সবাই জানি এই উত্তর অনেক খেলোয়াড় দিয়েছে, অবশ্যই সাকিব ভাইকে মিস করব থাকলে ভালো হতো। অনেকবার উত্তর পেয়েছেন। আমার মনে হয় না এক টুর্নামেন্টে যাওয়ার আগে এই প্রসঙ্গে বলা যৌক্তিক হবে। ঐ ম্যাচে ব্রিয়ালিয়ান্ট ব্যাটিং করেছেন। দলকে জেতাতে অনেক সহায়তা করেছে। যে দায়িত্ব পাবে সেই সাকিবের রোল প্লে করবে।"

বিপিএলে খুব একটা ম্যাচ খেলতে পারেনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক শান্ত। ম্যাচ না খেলেও যেভাবে কীভাবে প্রস্তুতি নিয়েছেন তা জানিয়ে তিনি বলেন, "আলহামদুলিল্লাহ, বিশ্বাস করছি ভালো অবস্থানে যাওয়া সম্ভব। ম্যাচ খেলতে পারিনি এখানেও ইতিবাচক দিক ছিল। নিয়মিত অনুশীলন করেছি। ফিটনেস নিয়েও কাজ করেছি। বিপিএলের সময়টা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। সব ঠিকঠাক থাকলে আশা করছি টুর্নামেন্ট ভালো যাবে।"

নিজেকে ভালো ব্যাটার হিসাবে মানেন শান্ত, "লাস্ট ওয়ানডে ম্যাচে ভালো ইনিংস খেলেছিলাম আফগানিস্তানের সাথে। গত বছর রান মোটামুটি করেছি তবে স্ট্রাইক রেট ওরকম আপ টু দা মার্ক ছিল না। রান মোটামুটি ভালো করেছি। আমি বিশ্বাস করি আমি এর চেয়েও ভালো ব্যাটার। ওয়ানডে ফরম্যাট ভালো যাচ্ছে।"

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি ম্যাচই কঠিন। ভাষ্য শান্তর, "নির্দিষ্ট চিন্তা করছি না, তাদের পুরো দলই ভালো। শুধু ভারত নয়, পাকিস্তান-নিউজিল্যান্ড- তিনটি দলই ভারসাম্যপূর্ণ। তিনটি দলের সাথেই কষ্ট করে খেলতে হবে।"

স্কোয়াডের সবাইকে নিয়ে খুশি শান্ত, "যে ১৫ জন স্কোয়াডে আছে সবাইকে নিয়ে খুবই খুশি ও আত্মবিশ্বাসী। যেই খেলবে একা হাতে ম্যাচ জেতাতে পারে, এই সামর্থ্য সবার আছে।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three