আফগানদের স্বপ্নভঙ্গ, সেমিফাইনালে অস্ট্রেলিয়া
-
1
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকির আকস্মিক মৃত্যু, শোক প্রকাশ বিসিবির
-
2
কোচ জ্যাকির মৃত্যুতে সাকিব-তাসকিনদের শোকবার্তা
-
3
ইমাদের ঘূর্ণিতে রাজশাহিকে আটকে দিল ঢাকা, ৫ উইকেটে জয়
-
4
বিপিএল খেলা ক্রিকেটারদের নিয়ে শ্রীলঙ্কা সিরিজে পাকিস্তান টিম ঘোষণা
-
5
মেলবোর্নে দুই দিনের অবিশ্বাস্য টেস্টে ইংল্যান্ডের চার উইকেটের জয়
আফগানদের স্বপ্নভঙ্গ, সেমিফাইনালে অস্ট্রেলিয়া
আফগানদের স্বপ্নভঙ্গ, সেমিফাইনালে অস্ট্রেলিয়া
বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার মধকার ম্যাচটি। এতে সেমিফাইনালে ওঠার কঠিন সমীকরণের সামনে দাড়িয়ে আফগানিস্তান। এবং তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
শুক্রবার লাহোরে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে ২৭৪ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন সেদিকউল্লাহ আতাল। আজমতউল্লাহ ওমরজাই খেলেন ৬৭ রানের ইনিংস।
অজি বোলিং আক্রমণে এদিন দলের অন্য ব্যাটাররা ছিলেন ব্যর্থ। রহমানুল্লাহ গুরবাজ ০ রানে আউট হওয়ার পর। আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া ইব্রাহিম জাদরান ফেরেন ২২ রানে। নির্ধারিত ৫০ ওভারেই অলআউট হয়ে যায় তারা।
অস্ট্রেলিয়ার হয়ে ৪৭ রান দিয়ে ৩ টি উইকেট শিকার করেন পেসার বেন ডোয়ার্শিস। দুটি করে উইকেট নেন আরেক বাঁহাতি পেসার জনসন ও লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা।
রান তাড়া করতে নেমে ১২.৫ ওভার ব্যাটিং করে অস্ট্রেলিয়া তুলে ফেলেছে ১ উইকেটে ১০৯ রান। এরপরই ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। যে কারণে মাঠ ছাড়তে হয়েছে অস্ট্রেলিয়ার দুই অপরাজিত ব্যাটার স্টিভেন স্মিথ (১৯) ও ট্রাভিস হেডকে (৫৯)। এরপরে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। অজিদের একমাত্র উইকেটটি শিকার করেন আজমতউল্লাহ ওমরজাই।
