Image

বাংলাদেশে দুই ভেন্যুতে হবে দক্ষিণ আফ্রিকা সিরিজ!

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশে দুই ভেন্যুতে হবে দক্ষিণ আফ্রিকা সিরিজ!

বাংলাদেশে দুই ভেন্যুতে হবে দক্ষিণ আফ্রিকা সিরিজ!

বাংলাদেশে দুই ভেন্যুতে হবে দক্ষিণ আফ্রিকা সিরিজ!

অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ আয়োজন করবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি পূর্বনির্ধারিত সময়সূচী অনুযায়ী শুরু হবে। দুই ম্যাচের ভেন্যু ঢাকা ও চট্টগ্রামে হতে পারে। 

দক্ষিণ আফ্রিকা দলের আগামী মাসে বাংলাদেশে এসে দুটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে। যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুসারে সিরিজটি ২১ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা। বাংলাদেশ ভ্রমণে প্রোটিয়া সরকারের সতর্কতা না থাকার কারণে আশা করা হচ্ছে, আগামী ১৬ অক্টোবর দক্ষিণ আফ্রিকার টেস্ট দল বাংলাদেশ আসবে।

৫ আগস্ট দেশে সরকার পরিবর্তনের পর বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকে বাংলাদেশে ভ্রমণ সতর্কতা দিয়ে রাখে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলো। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন, এরপর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলেও এদেশ থেকে সরে যায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ইভেন্ট। 

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থির হয়ে গেছে এবং বিসিবি আশাবাদী যে তারা সিরিজ আয়োজন করতে পারবে। তবুও নিরাপত্তা প্রতিবেদন দেখে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ), সাউথ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসএসিএ) পরামর্শ করে এই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাবে। তাদের টেস্ট দল আগামী মাসে দুই ম্যাচের জন্য বাংলাদেশে সফর করবে কিনা। 

বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানতে নিরাপত্তা প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে সিএসএ। বাংলাদেশ সফরের আগে আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য সংযুক্ত আরব-আমিরাতে যাবে টেম্বা বাভুমা, এইডেন মার্করামরা। 

Details Bottom