Image

ভারতের বিপক্ষে বাংলাদেশ ব্যাটারদের অসহায় আত্মসমর্পন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভারতের বিপক্ষে বাংলাদেশ ব্যাটারদের অসহায় আত্মসমর্পন

ভারতের বিপক্ষে বাংলাদেশ ব্যাটারদের অসহায় আত্মসমর্পন

ভারতের বিপক্ষে বাংলাদেশ ব্যাটারদের অসহায় আত্মসমর্পন

নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগে ব্যাট করে বাংলাদেশের মেয়েরা স্কোরবোর্ডে ৮ উইকেট হারিয়ে জমা করতে পারে কেবল ৮০ রান।

ফাইনালে ওঠার লড়াইয়ে আগে ব্যাট করতে নেমে শক্তিশালী ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুক্রবার টসে জিতে আগে ব্যাট করতে নামে নিগার সুলতানা জ্যোতির দল।

ব্যাট করতে নেমে দলীয় ৭ রান ও ব্যাক্তিগত ৬ রান করে শুরুতেই আউট হয়ে যান ওপেনার দিলারা আক্তার। ৩ এ নামা ইশমা তানজিম করেন ১০ বলে ৮ রান। তার ইনিংসে ছিলো ২ টি চারের মার। আরেক ওপেনার মুর্শিদা খাতুন ৯ বলে ৪ রান করে আউট হলে বাংলাদেশের স্কোর দাড়ায় ২১ রানে ৩ উইকেট।

পাওয়ার প্লে তে আর কোনো উইকেট না হারালেও রানের গতি বাড়াতে পারেনি টাইগ্রেসরা। দারুন ফর্মে থাকা অধিনায়ক নিগার সুলতানা ধীর গতির ব্যাটিং করে এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে চলতে থাকে যাওয়া আসার মিছিল।

১১ বলে মাত্র ১ রান করে রাধা যাদবের বলে আউট হন রুমানা আহমেদ। পুজা বস্থাকারের বলে শেফালি ভার্মার হাতে ক্যাচ দিয়ে ৭ বলে ১ রান করে ফিরে যান রাবেয়া খাতুন। ৬ বলে ৫ রান করে রিতু মনি আউটের মাধ্যমে মাত্র ৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। 

ব্যাটিং বিপর্যয় থেকে জুটি গড়ার চেষ্টা করেন নিগার সুলতানা ও স্বর্না আক্তার। তবে ভারতীয়দের বোলিং টোপে এই জুটি ও এগোতে পারেনি বেশী দূর। রাধার বলে নিগার আউট হলে ৩৬ রানের জুটি ভাঙে। নিগার করেন ৫১ বলে ৩২ রান। শেষ ওভারে বাংলাদেশের মেয়েরা নিতে পারেনি কোনো রান। ১৮ বলে ১৯ রান করে অপরাজিত থাকে স্বর্না আক্তার। শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ৮ উইকেটে ৮০ রান। 

ভারতের হয়ে ৩ উইকেট পান রেনুকা ঠাকুর সিং ও রাধা যাদব। ১ টি করে উইকেট পান পুজা বস্ত্রাকার ও দীপ্তি শর্মা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three