Image

ফিলিপ হিউজকে সম্মান জানাতে প্রস্তুত ক্রিকেট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ফিলিপ হিউজকে সম্মান জানাতে প্রস্তুত ক্রিকেট

ফিলিপ হিউজকে সম্মান জানাতে প্রস্তুত ক্রিকেট

ফিলিপ হিউজকে সম্মান জানাতে প্রস্তুত ক্রিকেট

ফিলিপ হিউজের মৃত্যুর ১০ বছর পূর্তি উপলক্ষে তার স্মরণার্থে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তার মধ্যে রয়েছে শনিবারের শেফিল্ড শিল্ডের ম্যাচে পতাকা উত্তলনের সহ খেলোয়াড়রা তাদের জার্সিতে কালো আর্মব্যান্ড পড়ে খেলতে নামবে। 

শনিবার অ্যাডিলেডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে হিউজের সাবেক দল সাউথ অস্ট্রেলিয়া। হিউজের শৈশব দল নিউ সাউথ ওয়েলস রবিবার কুইন্সল্যান্ড এবং ভিক্টোরিয়াতে দুটি ম্যাচ আয়োজন করবে। খেলোয়াড়রা তিনটি ম্যাচেই কালো আর্মব্যান্ড পরবে। এবং সব ম্যাচের চতুর্থ দিনে খেলার আগে এক মুহূর্তের নীরবতাও পালন করা হবে।

সিডনি এবং ব্রিসবেন ম্যাচে বুধবারের খেলার শেষ দিনে অথ্যৎ ২৭ নভেম্বর হিউজের মৃত্যুর দিনের সঙ্গে মিলে যাবে। ২০১৪ সালের ২৭ নভেম্বর হিউজ মারা যান। এবছর তার ১০ বছর মৃত্যুবার্ষিকী আয়োজিত হবে।

তাছাড়া বোর্ডের কর্মকর্তারা অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে অ্যাডিলেড টেস্টকে জাতীয় দলের সাথে হিউজের মৃত্যুবার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছে। এবং এই পরিকল্পনা হিউজের পরিবারকে জানানো হয়েছে। হিউজকে নিয়ে একটি ডকুমেন্টারি বানানো হয়েছে। সেটি টেস্ট খেলার আগে সম্প্রচার করা হবে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলি বলেছেন, "আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম ফিলিপের জীবন এবং সাফল্য উদযাপন নিয়ে  যেনো হিউজের পরিবার স্বাচ্ছন্দ্য বোধ করে।"

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ড ম্যাচে অজি ফাস্ট বোলার শন অ্যাবটের বাউন্সারে পুল শট খেলতে গিয়ে বল হেলমেটের নিচে মাথার স্পর্শকাতর অংশে লাগলে জ্ঞান হারান ব্যাটসম্যান হিউজ। সঙ্গে সঙ্গে তাকে সিডনি ক্রিকেট গ্রাউন্ড থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার জ্ঞান আর ফেরেনি। বলের ওই আঘাত শেষ পর্যন্ত তার জীবন কেঁড়ে নেয়। তিনি পরপারে পারি জমান ৬৩ রানে অপরাজিত থেকে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three