চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওয়ানডে থেকে মোহাম্মদ নবীর অবসর
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওয়ানডে থেকে মোহাম্মদ নবীর অবসর
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওয়ানডে থেকে মোহাম্মদ নবীর অবসর
পাকিস্তানে আসন্ন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন। তবে আফগান জার্সিতে টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন নবী।
২০১৯ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন আফগানিস্তানের সবচেয়ে অভিজ্ঞ মোহাম্মদ নবী। ২০২৫ সালে বিদায় বলবেন ৫০ ওভারের ফরম্যাটকেও।
আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে চান আফগানিস্তানের স্টার অলরাউন্ডার মোহাম্মদ নবী। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান শুক্রবার ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
২০০৯ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচ খেলতে নেমেই পেয়ে যান হাফ সেঞ্চুরি। এখন অবদি মোট ১৬৫ ওডিআইতে ২৭.৩০ গড়ে ৩৫৪৯ রান করেছেন, বল হাতে উইকেট নিয়েছেন ১৭১টি।
শারজাহতে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে প্রথম খেলায় নবী ৮২ রানের অনবদ্য এক ইনিংস খেলে দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন। এরপর বল হাতে এনেছেন গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু।