'পাকিস্তানের বোলাররা ভেবেছিল মরনে মরকেল কিছুই নয়'
- 1
রিশাদ ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে, উন্নতি করেছেন পারভেজ ইমন
- 2
টানা দুই শিরোপা জয়ের খুব কাছে রংপুর রাইডার্স
- 3
দক্ষিণ আফ্রিকায় টাইগার যুবাদের দারুণ শুরু
- 4
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা আন্দ্রে রাসেলের, শেষ মঞ্চ স্যাবাইনা পার্কেই
- 5
নারী ক্রিকেটারদের ব্যস্ত মৌসুম, ২০২৫-২৬ ক্যালেন্ডার ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড

'পাকিস্তানের বোলাররা ভেবেছিল মরনে মরকেল কিছুই নয়'
'পাকিস্তানের বোলাররা ভেবেছিল মরনে মরকেল কিছুই নয়'
পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী দাবি করেছেন, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফফের মত পাকিস্তানি পেসাররা ভারতের বর্তমান বোলিং কোচ মরনে মরকেলের চেয়ে নিজেদেরকে বড় বলে মনে করেন।
গতবছর পাকিস্তানের বোলিং কোচ ছিলেন মরনে মরকেল। বাসিত আলী তার ইউটিউব চ্যানেলে বলেছেন, "পাকিস্তান বোলাররা নিজেদেরকে ক্রিকেটের চেয়ে বড় মনে করে। তারা ভেবেছিল মরকেল আমাদের সামনে কিছুই নয়।"
বাংলাদেশ পাকিস্তানের নিজেদের মাঠে তাদের ২-০ ব্যাবধানে হারায়। বাসিতের মতে, বাংলাদেশের বিপক্ষে এই লজ্জাজনক পরাজয়ই বর্তমানে পাকিস্তান দল এবং ভারতীয় দলের মধ্যে আসল পার্থক্য দেখায়।
"আমরা পার্থক্যটা দেখতে পেয়েছি। ভারতের বিপক্ষে খেলা এই একই বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে খেলেছিল, যেখানে মনে হচ্ছিল পাকিস্তান পুরোপুরি ব্যাকফুটে। আর এই একই বাংলাদেশ ই পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল। পার্থক্যটা মানসিকতা, চিন্তাভাবনা এবং ক্লাসে।"
উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে একচেটিয়া আধিপত্য দেখানোর পরে ভারতে কাছে বড় ব্যাবধানে হেরেছে বাংলাদেশ। চেন্নাইয়ে প্রথম টেস্টে এই পরাজয় ২৮০ রানের।
বাসিত আলী ভারতের বর্তমান বোলিং ইউনিটের প্রচুর প্রশংসা করেছেন। তাদের তুলনা করেছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস এবং শোয়েব আখতারের মতো পাকিস্তানের গ্রেটদের সাথে।
আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারতীয় দল।