Image

আইসিসির জুলাই মাসের সেরা আটকিনসন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইসিসির জুলাই মাসের সেরা আটকিনসন

আইসিসির জুলাই মাসের সেরা আটকিনসন

আইসিসির জুলাই মাসের সেরা আটকিনসন

২০২৪ সালের জুলাইয়ে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ, সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইংলিশ পেসার গাস আটকিনসন। এবং মাসের সেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক চামারি আথাপাথু। এই অর্জন আটকিনসনের জন্য প্রথমবার।

সোমবার জুলাই মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। আর এবারই প্রথম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের পেসার গাস আটকিনসন। লড়াইয়ে পিছনে ফেলে দেন ভারতের ওয়াশিংটন সুন্দর ও স্কটল্যান্ডের চার্লি ক্যাসেলকে। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিধ্বংসী বোলিং স্পেলের কারণে ইংল্যান্ডের টেস্ট অভিষেক হওয়া গাস আটকিনসন আইসিসি মেনস প্লেয়ার অফ দ্য মান্থ জিতেছেন। ৬ ফিট ২ ইঞ্চির আটকিনসন অভিষেক টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৫ রান খরচায় একাই তুলে নেন সাত উইকেট। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসেও পেয়ে যান ফাইফারের দেখা। 

প্রথম টেস্টে মোট ১২ উইকেট শিকার করা আটকিনসন পরের টেস্টে পান ৪ উইকেট। বার্মিংহামে সিরিজের শেষ ম্যাচেও আটকিনসন করেন বাজিমাত, এবার দুই ইনিংস মিলিয়ে দখলে নেন মোট ৬ উইকেট। তিন ম্যাচের সিরিজে তার শিকার ২২ উইকেট। এমন চমকপ্রদ পারফর্ম্যান্সের সুবাদে জুলাই মাসের সেরা ক্রিকেটারের তকমা জিতে নেন।

অপরদিকে, শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আথাপাথু জুলাই মাসে নারীদের এশিয়া কাপের সাফল্যের জন্য মাসের সেরা পুরস্কার জিতেছেন। আথাপাথু এই নিয়ে মোট তিনবার আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের খেতাব জিতলেন। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three