উইন্ডিজদের হোয়াইটওয়াশ করার আশা, কোচ মুখিয়ে লিটনের ফিরে আসা দেখতে
- 1
চমক দিয়ে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড ঘোষণা
- 2
নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার শক্তিশালী টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
- 3
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কাটল, সমাধান খুঁজে নিল আইসিসি
- 4
দুইজনের রান পুষিয়ে দিতে পেরে বেজায় খুশি ম্যাচসেরা জাকের আলি
- 5
ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
উইন্ডিজদের হোয়াইটওয়াশ করার আশা, কোচ মুখিয়ে লিটনের ফিরে আসা দেখতে
উইন্ডিজদের হোয়াইটওয়াশ করার আশা, কোচ মুখিয়ে লিটনের ফিরে আসা দেখতে
ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম ২ ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। শেষ ম্যাচ খেলতে মাঠে নামার আগে তাই স্বাগতিকদের বাংলাওয়াশ করার সুযোগ থাকছে টাইগারদের। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের ক্যারিবিয়ান হেড কোচ ফিল সিমন্স।
জয় দিয়ে সিরিজটা শেষ করতে চান জানিয়ে ফিল সিমন্স বলেন, "হোয়াইটওয়াশ করতে পারবে কি না জানি না। সিরিজ জিতেছি, এটাই বড় বিষয়। শেষ ম্যাচ তো জিততে চাইব অবশ্যই। জয় দিয়ে সিরিজ শেষ করতে চাই, হাসিখুশি হয়ে বাড়ি ফিরতে চাই।"
প্রতি ম্যাচেই জেতা সম্ভব জানিয়ে এই কোচ বলেন, "আমি প্রতিটি ম্যাচের আগেই বিশ্বাস করি জেতা সম্ভব। ওয়ানডে সিরিজে কোনো ম্যাচ না জিতলেও এখানে এসে আমরা এই আলচনাই করেছি কীভাবে জেতা সম্ভব। প্রথম ম্যাচেও, দ্বিতীয় ম্যাচেও, এবার তৃতীয় ম্যাচ নিয়ে বসব কীভাবে জেতা যায়। আমাদের জয়ের সামর্থ্য আছে।"
ওয়ানডে সিরিজে বাংলাদেশ হারলেও তা খেলোয়াড়দের আত্মবিশ্বাস এনে দিয়েছে এমনটাই বলেছেন ফিল সিমন্স, "আমার মনে হয় ওয়ানডে সিরিজের পারফরম্যান্স ওদের আত্মবিশ্বাস জুগিয়েছে যে এই দলের বিপক্ষে ভালো করা সম্ভব। যদিও ফরম্যাটটা একেবারেই আলাদা। যতটা সহজে আমরা জিতেছি, তা আগেভাগে অনুমান করার সুযোগ নেই। খেলোয়াড়দের কৃতিত্ব দিতেই হবে। বিশেষ করে ওয়ানডে সিরিজে হারার পরও এই সিরিজে যেভাবে খেলেছে।"
অনেকদিন পর জাতীয় দলে সুযোগ পেয়ে নিজেকে প্রমান করেছেন শামীম হোসেন পাটোয়ারি। তার সম্পর্কে কোচ বলেন, "শামীম ম্যাচসেরা হয়েছে, অবশ্যই ওর পারফরম্যান্সে তো খুশি। সে দুটি ম্যাচেই নিজেকে প্রমাণ করেছে। এর আগে অনুশীলনেও নিজের সামর্থ্য দেখিয়েছে। সে জানে তাকে কী করতে হবে। দেখে ভালো লাগছে।"
লিটনের অধিনায়কত্ব নিয়ে সন্তুষ্ট হলেও ব্যাট রান না থাকায় কিছুটা চিন্তায় আছেন কোচ, "এই দুটি ম্যাচেই লিটন মাঠে দারুণ সব সিদ্ধান্ত নিয়েছে। সে বেশ ভালোভাবেই লিডারের দায়িত্ব পালন করছে। রান করছে না এটা একটু চিন্তার বিষয়। তবে সবাই তো প্রতিদিন রান করবে না। খেলোয়াড়রা প্রস্তুত থাকে ভালো করার জন্য। আশা করি শেষ ম্যাচে সে ঘুরে দাঁড়াবে।"