Image

চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে অধিনায়ক আফ্রিদি, শাকিল, হারিস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে অধিনায়ক আফ্রিদি, শাকিল, হারিস

চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে অধিনায়ক আফ্রিদি, শাকিল, হারিস

চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে অধিনায়ক আফ্রিদি, শাকিল, হারিস

চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে পাঁচ দলে শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, সৌদ শাকিল ও মোহাম্মদ হারিসকে অধিনায়ক হিসাবে নির্বাচিত করা হয়েছে। মোহাম্মদ হারিস এমন একটি দলের নেতৃত্ব দেবেন, যেখানে পাকিস্তানের সাদা বলের অধিনায়ক বাবর আজমও রয়েছেন। 

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন্স ওয়ান-ডে কাপ। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ১২ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। পাকিস্তান ও ইংল্যান্ডের প্রথম টেস্ট শুরুর আট দিন আগে টুর্নামেন্ট শেষ হবে। 

শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, সৌদ শাকিল এবং মোহাম্মদ হারিসকে যথাক্রমে লায়নস, উলভস, প্যান্থার্স, ডলফিনস এবং স্ট্যালিয়নস দলের অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছে।

চ্যাম্পিয়ন্স ওয়ান-ডে কাপে পাঁচ দলের প্রত্যেকটির দায়িত্ব ওঠেছে একেক জনের কাঁধে। স্ট্যালিয়ন্সের অধিনায়ক হারিস- দলের পরামর্শদাতার ভূমিকায় থাকবেন শোয়েব মালিক। 

এর আগে মেন্টর হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয় ৫ জন সাবেক ক্রিকেটারকে; মিসবাহ-উল-হক, সাকলাইন মুশতাক, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক এবং ওয়াকার ইউনুস। সরফরাজ আহমেদই একমাত্র প্লেয়ার-মেন্টর, ডলফিনের সাথে সেই ভূমিকায় কাজ করছেন। বাকি মেন্টরদের মধ্যে মিসবাহ (উলভস), মালিক (স্ট্যালিয়নস), সাকলাইন মুশতাক (প্যান্থার্স) এবং ওয়াকার ইউনুস (লায়ন্স)।  

Details Bottom
Details ad One
Details Two
Details Three