Image

বিশ্বকাপে এবার ‘স্মার্ট রিপ্লে’ পদ্ধতি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিশ্বকাপে এবার ‘স্মার্ট রিপ্লে’ পদ্ধতি

বিশ্বকাপে এবার ‘স্মার্ট রিপ্লে’ পদ্ধতি

বিশ্বকাপে এবার ‘স্মার্ট রিপ্লে’ পদ্ধতি

কাল থেকে শুরু হতে যাওয়া ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্মার্ট রিপ্লে সিস্টেম ব্যবহার করা হবে। আইসিসির ইভেন্টেও রিভিউ পদ্ধতিতে পরিবর্তন আসছে। এই সিস্টেমটি এর আগে দ্য হান্ড্রেড এবং আইপিএলে ব্যবহার করা হয়েছিল। 

আইসিসির টিভি আম্পায়ার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্মার্ট রিপ্লে সিস্টেমের সুবিধা পাবেন। টেলিভিশন আম্পায়ার এখন অনেক ক্ষেত্রেই পাবেন একাধিক স্ক্রিনে একই সঙ্গে রিপ্লে দেখার সুযোগ। আন্তর্জাতিক ক্রিকেটে এবারই প্রথম দেখা যাবে স্মার্ট রিপ্লে সিস্টেম। তবে ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেড ও ভারতের আইপিএলে এর আগে ব্যবহৃত হয়েছে এই প্রযুক্তি। 

এ পদ্ধতিতে টেলিভিশন আম্পায়ার হক-আই ক্যামেরার মাধ্যমে আরও বেশি ফুটেজ পাবেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। যেখানে থাকবে আরও বেশি অ্যাঙ্গেল থেকে ‘স্প্লিট স্ক্রিন’ বা একই সঙ্গে একাধিক স্ক্রিনে রিপ্লে দেখার সুযোগ।

নতুন পদ্ধতিতে টেলিভিশন আম্পায়ার সরাসরি হক-আই অপারেটেরের ইনপুট নেবেন। তাঁরা বসবেনও একই রুমে। এর আগে টিভি ব্রডকাস্টার ডিরেক্টর তৃতীয় আম্পায়ার ও হক-আই অপরাটেরদের সংযোগকারী হিসেবে কাজ করতেন। এই নতুন প্রযুক্তিতে টিভি ব্রডকাস্টার ডিরেক্টরের কোনও ভূমিকা থাকবে না। এর ফলে টিভি আম্পায়ার অনেক বেশি ছবি এবং স্প্লিট স্ক্রিন ইমেজ দেখতে পাবেন।

এই সিস্টেমে আম্পায়াররা আরও দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। এককথায়, উন্নত মানের প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। সরাসরি একই রুমে বসানো হবে হক-আই ক্যামেরা। আর অপারেটরদের মাধ্যমে মাঠে থাকা আই ক্যামেরার ছবি সঙ্গে সঙ্গে দেখতে পাবেন।

কাল শারজাহয় বাংলাদেশ-স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা।

Details Bottom