Image

কোলকাতা ইডেনের একটি স্ট্যান্ড হবে ঝুলন গোস্বামীর নামে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
কোলকাতা ইডেনের একটি স্ট্যান্ড হবে ঝুলন গোস্বামীর নামে

কোলকাতা ইডেনের একটি স্ট্যান্ড হবে ঝুলন গোস্বামীর নামে

কোলকাতা ইডেনের একটি স্ট্যান্ড হবে ঝুলন গোস্বামীর নামে

কোলকাতার ইডেন গার্ডেনে একটি স্ট্যান্ডের নামকরণ করা হবে ভারতের তারকা ক্রিকেটার ঝুলন গোস্বামীর নামে। ২০২২ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ঝুলন গোস্বামী এবার পেতে যাচ্ছেন সবচেয়ে বড় সম্মাননা। ঐতিহাসিক ইডেনের গ্যালারিতে ঝুলন গোস্বামী স্ট্যান্ড চালু হতে চলেছে। ইডেনের ‘বি’ ব্লকটি নতুন করে সাজানো হবে কিংবদন্তি পেসারের নামে।

প্রাক্তন ভারতীয় অধিনায়ক ঝুলন গোস্বামীর নামে হবে কোলকাতার ইডেন স্ট্যান্ড। তিন এবং চার নম্বর গেটের বি ব্লকের স্ট্যান্ডের নামকরণ হতে চলেছে ঝুলনের নামে। ইতিমধ্যেই অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে বিষয়টি পাশ হয়েছে। আগামী বছর শুরুতে ২২শে জানুয়ারি ইডেনে আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম ইংল্যান্ড। সেই ম্যাচেই ঝুলন গোস্বামী নামের স্ট্যান্ড চালু হতে পারে।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) এক কর্তা বলেছেন, 'ঝুলন কিংবদন্তি। তাঁর নামে স্ট্যান্ড হওয়ার কথাই ছিল। অনুমতিও পাওয়া গিয়েছে। ভারত-ইংল্যান্ড ম্যাচের দিন উদ্বোধন করা হবে।' 

ভারতীয় নারী ক্রিকেট দলের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঝুলন গোস্বামীর। বিশ্ব ক্রিকেটের আইকন। নতুন প্রজন্মের উদাহরণ। কঠিন পথ থেকে জাতীয় দল, কিংবদন্তি পেসার হয়ে ওঠা। ক্রিকেট থেকে অবসরের পর থেকে ঝুলন গোস্বামী একেরপর এক কাজে নিজেকে যুক্ত করেছেন। কখনও ধারাভাষ্য তো কখনও কোচ হিসেবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাকে দেখা গেছে মেন্টর হিসেবেও। 

বিশ্ব ক্রিকেটের মঞ্চে একঝাঁক রেকর্ড গড়েই ক্যারিয়ার উজ্জ্বল করে রেখেছেন ঝুলন। মেয়েদের ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক ক্যারিয়ার তাঁর। সব মিলিয়ে ২০ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। ২০৪টি ওডিআই ম্যাচে নিয়েছেন মোট ২৫৫ উইকেট। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three