Image

হ্যাজলউড নেই ভারতের বিপক্ষে পিংক বল টেস্টে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
হ্যাজলউড নেই ভারতের বিপক্ষে পিংক বল টেস্টে

হ্যাজলউড নেই ভারতের বিপক্ষে পিংক বল টেস্টে

হ্যাজলউড নেই ভারতের বিপক্ষে পিংক বল টেস্টে

সাইড স্ট্রেনের কারণে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন জশ হ্যাজলউড। ভারতের বিপক্ষে হোম টেস্টে এটিই হবে হ্যাজলউডের প্রথম অনুপস্থিতি। পিংক বল টেস্টের স্কোয়াডে যুক্ত হলেন শন অ্যাবট এবং ব্রেন্ডন ডগেট। 

জশ হ্যাজলউড এর আগে ভারতের বিপক্ষে ইনজুরির কারণে কখনোই হোম টেস্ট মিস করেননি। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ৬ ডিসেম্বর থেকে ভারতের বিপক্ষে গোলাপী বলের দিবা-রাত্রির টেস্ট ম্যাচ থেকে এই তারকা পেসার বাদ পড়েছেন। 

ফলে অস্ট্রেলিয়ার স্কোয়াডে যোগ করা হয়েছে দুই আনক্যাপড শন অ্যাবট এবং ব্রেন্ডন ডগেটকে। যদিও স্কট বোল্যান্ড দিবা-রাত্রির টেস্টের একাদশে হ্যাজলউডের সম্ভাব্য বদলি হবেন। বোল্যান্ডের শেষ টেস্ট উপস্থিতি ২০২৩ সালে, লিডসে অ্যাশেজ টেস্টে। 

২০২৮ সালে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের সময় ডগেট এবং ভারতের বিরুদ্ধে ২০২০-২১ হোম সিরিজের সময় অ্যাবট, গত বছরের অ্যাশেজে রিজার্ভ হিসাবে স্কোয়াডে ছিলেন।

পার্থে ৫৭ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সেরা ছিলেন হ্যাজলউড। গত বছরের অ্যাশেজে হেডিংলির পর থেকে এটিই প্রথম টেস্ট যা হ্যাজলউড মিস করছেন।  

অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু করে ভারত। আগামী ৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুর। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টটি হবে দিবারাত্রির।

দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড:প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ট্রাভিস হেড, জশ ইঙ্গলিস, উসমান খাজা, মারনাস লাবুশেইন, নাথান লায়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার, শন অ্যাবট এবং ব্রেন্ডন ডগেট। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three