টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, নেই জাকের আলি

৯৭ প্রতিবেদক: শিহাব আহসান খান

প্রকাশ: 1 দিন আগে আপডেট: 1 সেকেন্ড আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, নেই জাকের আলি

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, নেই জাকের আলি

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, নেই জাকের আলি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ভারতের কোলকাতা ও মুম্বাইয়ে। 

লিটন দাসকে অধিনায়ক, সাইফ হাসানকে সহ অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। যেখানে জায়গা হয়নি জাকের আলি অনিকের। বিপিএলে সেঞ্চুরি করে আলোচনায় থাকলেও নেই নাজমুল হোসেন শান্তর নাম। 

৫ পেসার, ৩ স্পিনার নিয়ে ১৫ সদস্যের স্কোয়াড সাজিয়েছেন টাইগার নির্বাচকরা। মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম- এই ৫ পেসারের সাথে ৩ স্পিনার- শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ। 

উইকেটরক্ষক হিসাবে লিটন দাসের ব্যাকআপ নুরুল হাসান সোহান। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ স্কোয়াড- 

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম।  

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশ দলের খেলার সময়সূচি- 

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ- ৭ ফেব্রুয়ারি, ইডেন গার্ডেনস, কোলকাতা 
বাংলাদেশ বনাম ইতালি- ৯ ফেব্রুয়ারি, ইডেন গার্ডেনস, কোলকাতা 
বাংলাদেশ বনাম ইংল্যান্ড- ১৪ ফেব্রুয়ারি, ইডেন গার্ডেনস, কোলকাতা 
বাংলাদেশ বনাম নেপাল- ১৭ ফেব্রুয়ারি, ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই।