রুট-ব্রুক জুটিতে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড, বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন তাদের দখলে
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 দিন আগে আপডেট: 1 ঘন্টা আগে
রুট-ব্রুক জুটিতে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড, বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন তাদের দখলে
রুট-ব্রুক জুটিতে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড, বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন তাদের দখলে
বৃষ্টি ও আলো সংকটের কারণে আগেভাগেই দিনের খেলা শেষ হলেও পঞ্চম টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ধস নামলেও জো রুট ও হ্যারি ব্রুকের দৃঢ় জুটিতে ম্যাচে শক্ত অবস্থান গড়ে সফরকারীরা। দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২১১ রান।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ম্যাচ শুরুর আগে গত মাসের সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে এবং প্রথম সাড়া দেওয়া উদ্ধারকর্মীদের সম্মান জানাতে এক আবেগঘন উদ্বোধনী আয়োজন হয়, যেখানে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে করতালি দেন।
ব্যাটিং শুরুতে দারুণ ছন্দে ছিলেন বেন ডাকেট ও জ্যাক ক্রলি। দ্রুতগতিতে ৩৫ রানের উদ্বোধনী জুটি গড়ে তোলেন তারা। তবে সিরিজজুড়ে কার্যকর মিচেল স্টার্ক আবারও আঘাত হানেন। ২৪ বলে ২৭ রান করা ডাকেটকে স্লিপে ক্যাচ বানান অ্যালেক্স ক্যারি।
এরপর ১৭ রান করে মাইকেল নেসারের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ক্রলি। স্কট বোল্যান্ডের বলে ক্যারির হাতে ক্যাচ দিয়ে আউট হন জ্যাকব বেথেল। মাত্র ৫৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড, ম্যাচ তখন অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে।
কিন্তু সেখান থেকেই দৃশ্যপট পাল্টান জো রুট ও হ্যারি ব্রুক। লাঞ্চ পর্যন্ত টিকে থেকে দ্বিতীয় সেশনে আক্রমণাত্মক ব্যাটিংয়ে যান দুজনই। বিশেষ করে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের ওভারগুলোতে ধারাবাহিকভাবে রান তুলে নেন এই ইয়র্কশায়ার জুটি। ভাগ্যের সহায়তায় কয়েকবার বেঁচে গেলেও রুট ছিলেন পুরোপুরি নিয়ন্ত্রিত ও আত্মবিশ্বাসী।
দুজনের ১৫৪ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দিকে টেনে নেয় ইংল্যান্ড। শেষ পর্যন্ত খারাপ আবহাওয়া ও আম্পায়ারদের সিদ্ধান্তে দিনের খেলা আগেই শেষ হলে ইংল্যান্ড থাকে ৩ উইকেটে ২১১ রানে।
