শেষ ওভারের টানটান লড়াইয়ে ঢাকাকে হারাল রংপুর
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 21 ঘন্টা আগে আপডেট: 57 মিনিট আগে
শেষ ওভারের টানটান লড়াইয়ে ঢাকাকে হারাল রংপুর
শেষ ওভারের টানটান লড়াইয়ে ঢাকাকে হারাল রংপুর
বিপিএলে নাটকীয় লড়াই শেষে ঢাকা ক্যাপিটালসকে ৫ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত লক্ষ্য ছুঁতে না পেরে হতাশায় মাঠ ছাড়ে ঢাকা।
টস জিতে আগে ব্যাট করে রংপুর রাইডার্স ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৫৫ রান। দলের হয়ে অভিজ্ঞ মাহমুদউল্লাহ ৪১ বলে ৫১ রানের ইনিংস খেলেন, যা রংপুরের সংগ্রহকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। শেষ দিকে খুশদিল শাহ ২১ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। ঢাকার বোলারদের মধ্যে ইমাদ ওয়াসিম ও জিয়াউর রহমান শরিফি নিয়ন্ত্রিত বোলিং করেন।
জবাবে ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা ক্যাপিটালস শুরুটা ভালোই করে। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ২২ বলে ৩১ রান করেন। এরপর মোহাম্মদ মিঠুন দায়িত্ব নিয়ে খেলেন ৩৮ বলে ৫৬ রানের ইনিংস। তবে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারানোয় ম্যাচ ঢাকার হাতছাড়া হয়ে যায়। শেষ দিকে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৩ বলে ৪৭ রান, কিন্তু রংপুরের বোলাররা চাপ ধরে রাখতে সক্ষম হয়।
রংপুরের হয়ে বল হাতে মুস্তাফিজুর রহমান ছিলেন কার্যকর, ৪ ওভারে ২৩ রান দিয়ে একটি উইকেট নেন। গুরুত্বপূর্ণ সময়ে নিয়ন্ত্রিত বোলিং করে ঢাকার রান গতি আটকে দেন অন্য বোলাররাও।
৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৫০ রানেই থামে ঢাকা, ফলে রংপুর রাইডার্স পায় ৫ রানের রোমাঞ্চকর জয়। ম্যাচসেরা নির্বাচিত হন মাহমুদউল্লাহ, ব্যাট হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার জন্য।
