মুস্তাফিজ বাদ, বিসিবি সভাপতি বুলবুলের কাছে এখনও নিশ্চিত তথ্য নেই
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 দিন আগে আপডেট: 8 মিনিট আগে-
1
বিতর্কের জেরে আইপিএল থেকে বাদ মুস্তাফিজ, কেকেআরকে বিসিসিআইয়ের নির্দেশ
-
2
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, নেই জাকের আলি
-
3
মুস্তাফিজ ইস্যুতে অফিসিয়াল বিবৃতি দিলো কেকেআর
-
4
বিপিএলে অবহেলার পরও ধন্যবাদ রংপুরকে, পারফরম্যান্সে কথা বললেন মাহমুদউল্লাহ
-
5
মুস্তাফিজ বাদ, বিসিবি সভাপতি বুলবুলের কাছে এখনও নিশ্চিত তথ্য নেই
মুস্তাফিজ বাদ, বিসিবি সভাপতি বুলবুলের কাছে এখনও নিশ্চিত তথ্য নেই
মুস্তাফিজ বাদ, বিসিবি সভাপতি বুলবুলের কাছে এখনও নিশ্চিত তথ্য নেই
কলকাতা নাইট রাইডার্সের হয়ে রেকর্ড দামে আইপিএল খেলার স্বপ্ন দেখা বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে হঠাৎ বাদ দেওয়ার ঘটনা ক্রিকেট বিশ্বে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে উঠেছে আরও বড় প্রশ্ন আগামী ভারত অধিবাসী টি-টোয়েন্টি বিশ্বকাপে কি অংশ নেবে বাংলাদেশ দল? বিষয়টি এখনও অনিশ্চয়তা দিয়ে ঘেরা।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সিলেটে এক অনুষ্ঠানের পরে সংবাদমাধ্যমকে বলেন, "ব্যাপারটা হচ্ছে, এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য আছে, আমাদের কাউন্টারপার্ট হচ্ছে বিসিসিআই এবং আমরা আইসিসির তত্ত্বাবধানে খেলি। মোস্তাফিজের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল এটুকু তথ্য আমাদের কাছে আছে। এরপর কোনো অফিশিয়াল বিবৃতি বা তথ্য আমরা পাইনি। পাওয়ার পর আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ করব।"
এখান থেকে স্পষ্ট, মুস্তাফিজুর বাদ পড়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য বিসিবির হাতে পৌঁছায়নি। তার পাশাপাশি, দেশের শীর্ষ ক্রিকেট প্রশাসক এই মুহূর্তে ভারতের মাটিতে বিশ্বকাপে অংশগ্রহণ বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করতে রাজি নন।
নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "আমি একটা কুইক উত্তর দিচ্ছি, যেটা হচ্ছে শর্ট টুর্নামেন্ট আয়োজন করছে আইসিসি, ভারত হচ্ছে স্বাগতিক। আমাদের কিছু যোগাযোগ করার দরকার হলে আইসিসিতে করব। এই মুহূর্তে নির্দিষ্ট করে প্রশ্নের উত্তর দিতে পারছি না, দুঃখিত। আমাদের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের সঙ্গে কথা বলব।"
আইপিএল নিলামে মুস্তাফিজকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া হয়েছিল। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতীয় সমর্থকদের চাপের মুখে বিসিসিআই এই নির্দেশ দিয়েছেন যে, তাকে দলে রাখা যাবে না। এই ঘটনা ক্রিকেট ফ্যানদের মধ্যে জটিল প্রশ্ন সৃষ্টি করেছে বিশ্বকাপে নিরাপত্তা ও খেলোয়াড়দের মর্যাদা নিশ্চিত করতে বাংলাদেশি প্রশাসন কী ধরনের পদক্ষেপ নেবে তা সময়ই দেখাবে।
