রিশাদের আঁটসাঁট স্পেলেই বড় স্কোর সামলে হোবার্টের জয়
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 দিন আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
বিতর্কের জেরে আইপিএল থেকে বাদ মুস্তাফিজ, কেকেআরকে বিসিসিআইয়ের নির্দেশ
-
2
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, নেই জাকের আলি
-
3
মুস্তাফিজ ইস্যুতে অফিসিয়াল বিবৃতি দিলো কেকেআর
-
4
বিপিএলে অবহেলার পরও ধন্যবাদ রংপুরকে, পারফরম্যান্সে কথা বললেন মাহমুদউল্লাহ
-
5
মুস্তাফিজ বাদ, বিসিবি সভাপতি বুলবুলের কাছে এখনও নিশ্চিত তথ্য নেই
রিশাদের আঁটসাঁট স্পেলেই বড় স্কোর সামলে হোবার্টের জয়
রিশাদের আঁটসাঁট স্পেলেই বড় স্কোর সামলে হোবার্টের জয়
বিগ ব্যাশ লিগে রানের বন্যার ম্যাচে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের নিয়ন্ত্রিত বোলিং ছিল হোবার্ট হারিকেন্সের বড় প্রাপ্তি। সিডনি থান্ডারের বিপক্ষে এই ম্যাচে বল হাতে কার্যকর ভূমিকা রাখে রিশাদ। শেষ পর্যন্ত ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে হোবার্ট।
ম্যাচে প্রথমে ব্যাট করে সিডনি থান্ডার নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে তোলে ২০৫ রান। ব্যাটারদের দাপটের দিনে হোবার্টের বেশিরভাগ বোলারই রান চাপে পড়লেও রিশাদ ছিলেন ব্যতিক্রম। নিজের পূর্ণ কোটার ৪ ওভারে তিনি দেন মাত্র ২৯ রান যা এমন হাই-স্কোরিং ম্যাচে ছিল চোখে পড়ার মতো।
মিডল ওভারে রিশাদের আঁটসাঁট লাইন-লেংথ সিডনির রান তোলার গতি কিছুটা হলেও কমিয়ে দেয়। বড় শটের চেষ্টা করতে গিয়ে ব্যাটাররা তার বলে সতর্ক হয়ে খেলতে বাধ্য হন। উইকেট না পেলেও ম্যাচের নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে তার স্পেল ছিল গুরুত্বপূর্ণ।
রান তাড়ায় নেমে হোবার্ট হারিকেন্স শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। ওপেনারদের জুটি বড় লক্ষ্য তাড়ার ভিত গড়ে দেয় এবং মিডল অর্ডারের দৃঢ়তায় ১৭.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় দলটি।
শেষ পর্যন্ত রিশাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের ভিত্তির ওপর দাঁড়িয়েই রানের পাহাড় টপকে জয় নিশ্চিত করে হোবার্ট হারিকেন্স। এমন ম্যাচে যেখানে বোলারদের টিকে থাকাই ছিল চ্যালেঞ্জ, সেখানে রিশাদের পারফরম্যান্স আলাদা করে নজর কেড়েছে।
