Image

'রোনালদোর ইউটিউব চ্যানেলে অতিথি কোহলি!'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
'রোনালদোর ইউটিউব চ্যানেলে অতিথি কোহলি!'

'রোনালদোর ইউটিউব চ্যানেলে অতিথি কোহলি!'

'রোনালদোর ইউটিউব চ্যানেলে অতিথি কোহলি!'

ফুটবল ও ক্রিকেট, ক্রীড়াজগতের এই দুই খেলায় সবচেয়ে জনপ্রিয় দুই খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো এবং ভিরাট কোহলি। শুধু নিজেদের দেশেই নয়, পুরো পৃথিবীতে কোটি কোটি ভক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই দুই খেলোয়াড়ের। কেমন হয় যদি এই দু'জনকে একসঙ্গে পাওয়া যায়? যদিও দু'জনে ভিন্ন খেলার মানুষ তবুও সেটা সম্ভব। 

ফুটবল ও ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও ভিরাট কোহলিকে এবার দেখা যাবে একসঙ্গে। প্রথমবারের মতো তাদের দেখা যাবে অনলাইন আড্ডায়। বিষয়টি নিশ্চিত করেছে ভিরাট কোহলির আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

২১ আগস্ট ‘ইউআর ক্রিস্টিয়ানো’ নামে ইউটিউব চ্যানেল খুলেছেন রোনালদো। সেই চ্যানেলেই প্রচারিত হবে রোনালদো-কোহলির ভিডিও। রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ছবিতে রোনালদো - কোহলিকে একসাথে দেখে ইতোমধ্যেই ব্যাপক সাড়া পড়ে গেছে ভক্তদের মধ্যে।

ইন্সটাগ্রামে দলটির পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, একটি ভিডিও সেটআপে রোনালদোর পাশে বসে আছেন কোহলি। একে অন্যজনের দিকে তাকিয়ে। ছবিতে আরো দেখা যাচ্ছে, তাঁদের সামনে রাখা মাইক্রোফোন দুটিতে রোনালদোর ইউটিউব চ্যানেলের লোগো। পেছনে রোনালদোর দুটি জার্সি একটি আল নাসরের, আরেকটি পর্তুগালের।

Virat Kohli x Cristiano Ronaldo = 🐐²

Would you dare miss it? This collab would break the internet! 🔥😬 pic.twitter.com/9mGDb9TMW4

— Royal Challengers Bengaluru (@RCBTweets) August 31, 2024

ছবির ক্যাপশনে তারা লিখেছে, ‘Virat Kohli x Cristiano Ronaldo = GOAT² এটা মিস করার সাহস আছে? এ জুটি ইন্টারনেটে আগুন ধরিয়ে দেবে।’

এসব কিছু দেখে অনুমান করা যাচ্ছে রোনালদোর ইউটিউব চ্যানেলে অতিথি হচ্ছেন কোহলি। তবে সেই ভিডিও কবে প্রচারিত হবে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে ৪ সেপ্টেম্বর তা প্রচারিত হতে পারে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three