Image

কাজে আসেনি শান্ত'র ৮০ রান; ৩ জয়ে টেবিলের শীর্ষে রংপুর

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
কাজে আসেনি শান্ত'র ৮০ রান; ৩ জয়ে টেবিলের শীর্ষে রংপুর

কাজে আসেনি শান্ত'র ৮০ রান; ৩ জয়ে টেবিলের শীর্ষে রংপুর

কাজে আসেনি শান্ত'র ৮০ রান; ৩ জয়ে টেবিলের শীর্ষে রংপুর

এনসিএল টি-টোয়েন্টিতে রংপুর বিভাগের টানা ৩ জয়। আজ বিকালে লো-স্কোরিং ম্যাচে সিলেটকে ৫ উইকেটে হারিয়ে আকবর আলির দল জায়গা করে নিয়েছে টেবিলের শীর্ষে। দিনের আরেক ম্যাচে বরিশালও পেয়েছে ৫ উইকেটের জয়। রাজশাহীর নাজমুল হোসেন শান্তর ৮০ রানের ইনিংস ম্লান করে দিয়ে বরিশালকে টুর্নামেন্টে প্রথম জয় এনে দিলেন ফজলে মাহমুদ রাব্বি। 

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১২০ রানের সংগ্রহ পায় ঘরের দল সিলেট। ওপেনার জিশান আলমের ব্যাট থেকে আসে ৩১। ফিফটি হাঁকিয়ে অপরাজিত থাকেন তোফায়েল আহমেদ। 

সহজ লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ৩৫ রানে দুই ওপেনারকে হারায় রংপুর। তবে তিনে নামা নাইম ইসলাম ৩৫ বলে ৫০ রানের ইনিংস খেলে দলকে সহজ জয়ের পথে রাখেন। এছাড়া আবদুল্লাহ আল মামুন ১২ বলে খেলেছেন ২৯ রানের ক্যামিও ইনিংস। শেষে ৯ বলে ১১ করে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক আকবর আলি। 

২৬ বল হাতে রেখে সিলেটের বিরুদ্ধে ৫ উইকেটে জিতল রংপুর বিভাগ। টানা ৩ জয়ে আকবর আলির দল এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। 

দিনের আরেক ম্যাচে সিলেটের আউটার স্টেডিয়ামে রাজশাহী বিভাগ ১৮৪ রান সংগ্রহ করেও ৫ উইকেটে ম্যাচ হারতে হয়েছে বরিশালের কাছে। আর এটিই এবারের এনসিএল টি-টোয়েন্টিতে বরিশালের প্রথম জয়। 

টসে হেরে ব্যাটিংয়ে নেমে নাজমুল হোসেন শান্ত ও হাবিবুর রহমানের উদ্বোধনী জুটিতে উড়ন্ত শুরু পায় রাজশাহী বিভাগ। ফিফটির খুব কাছে থেকে ব্যক্তিগত ৪৭ রানে সোহান আউট হলে ভাঙে ৮৯ রানের এই জুটি। তিনে নামা সাব্বির হোসেন করেন ২৩ রান। তবে ফিফটি হাঁকিয়ে নাজমুল হোসেন শান্ত হন আরও আগ্রাসী। ইনিংসের ১৯তম ওভারে শান্ত বিদায় নেন ব্যক্তিগত ৮০ রানে। 

ইনজুরি কাটিয়ে প্রত্যাবর্তনের ম্যাচে ৫৪ বল খেলা শান্ত ৪ ছয় ও ৫ চারে সাজান তার এই ইনিংস। শেষ অবদি ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান জমা করে রাজশাহী। বড় লক্ষ্য তাড়ায় নেমে টপ অর্ডারের তিন ব্যাটারের দাপটেই ম্যাচ জয়ের পথ খোঁজে পায় বরিশাল। ওপেনার আবদুল মাজিদ করেন ৫৩ রান। আরেক ওপেনার ইফতেখার হোসেন ইফতি আউট হন ৩৫ রান করে। 

তিনে নামা ফজলে মাহমুদ রাব্বি ৫৬ রানের ইনিংস খেলে দলকে দেন স্বস্তি। তবে গোল্ডেন ডাক হয়েছেন অধিনায়ক সোহাগ গাজী। শেষে সালমান হোসেন ইমন ১২ বলে ২১ ও মইন খান ৩ চারে ১৫ রান করে ৩ বল আগেই দলকে জেতান ৫ উইকেটে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three