শামীমের দায়িত্বহীন ব্যাটিংয়ে ক্ষুব্ধ লিটন
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
শামীমের দায়িত্বহীন ব্যাটিংয়ে ক্ষুব্ধ লিটন
শামীমের দায়িত্বহীন ব্যাটিংয়ে ক্ষুব্ধ লিটন
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একসময় ২৬ বলের মধ্যে ৩৮ রানে হারায় ৩ উইকেট। ব্যাটিংয়ে এমন ভঙ্গুর সূচনার পরও দলের কেউ দৃঢ়তা দেখাতে পারেননি। তবে সবচেয়ে হতাশাজনক ছিল শামীম হোসেন পাটোয়ারির ইনিংস যেভাবে পরিস্থিতি বুঝে না খেলে নিজেকে বিলিয়ে দিলেন, তা মেনে নিতে পারেননি বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে শেষ পর্যন্ত বাংলাদেশ হেরেছে ১৬ রানে। শেষ ওভারে রভম্যান পাওয়েলের টানা তিন ছক্কায় ব্যবধান বেড়েছে আরও কিছুটা। যদিও বল হাতে বাংলাদেশের বোলাররা, বিশেষ করে তানজিম সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, লড়াইটা টেনে রেখেছিলেন শেষ পর্যন্ত। কিন্তু ব্যাটিং বিপর্যয়েই হার নিশ্চিত হয়।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন,
"প্রথম ১০ ওভারে তারা দারুণ ব্যাট করেছে। তখন উইকেট একটু ধীরগতির ছিল। দ্রুত কিছু উইকেট তুলে নিতে পারলে তারা চাপে পড়ে যেত। ১৯তম ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। এরপর রভম্যান যে ব্যাটিং করল... ক্রিকেটে অবশ্য এমন হতেই পারে। আমাদের স্লগ ওভারে ভালো করতে হবে। পরের ম্যাচে মাথায় রাখতে হবে।"
শামীমের ব্যাটিং নিয়ে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেন অধিনায়ক। তিনি বলেন,
"ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে খুব বেশি উইকেট হারিয়ে ফেলেছি। শামীম যেভাবে ব্যাট করেছে, ওর ব্যাটিংয়ে আমি খুব হতাশ হয়েছি। তাকে এটা নিয়ে ভাবতে হবে। সবসময় ক্রিজে এসে মারলেই হবে না। কখনও কখনও দায়িত্ব নিতে হয়, নিতে হবেই।"
মাঠে কয়েকটি সহজ ক্যাচ ফসকানো নিয়েও আফসোস করেন লিটন। তার ভাষায়,
"শেষ ওভার ছাড়া বাকি সময় আমরা ভালো বল করেছি। আমাদের ক্যাচগুলো ধরতে হবে। তারা দারুণ কিছু ক্যাচ ধরেছে।"
এই ম্যাচে হারের পেছনে তাই ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং ব্যর্থতাকেও দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক। তবে সিরিজের পরের ম্যাচে উন্নতির প্রত্যাশা রেখেছেন তিনি।
