Image

সাকিবের ব্যাটে রান নেই, যা বললেন তামিম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাকিবের ব্যাটে রান নেই, যা বললেন তামিম

সাকিবের ব্যাটে রান নেই, যা বললেন তামিম

সাকিবের ব্যাটে রান নেই, যা বললেন তামিম

এবারের বিশ্বকাপে খুব বেশী অচেনা লাগছে সাকিব আল হাসানকে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও তিনি ব্যর্থ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নাটকীয় ম্যাচেও আউট হয়েছেন দৃষ্টিকটু ভাবে। সাবিকের বিশ্বকাপ স্কোয়াডে থাকা নিয়ে সমালোচনায় এই আউটের মাধ্যমে নিজেই দিয়েছেন আগুনে ঘি ঢেলে। ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, সময় এসেছে সাকিবের টি-টোয়েন্টি ফর্মেট থেকে সরে দাড়ানোর। 

সাকিব-তামিম দ্বন্দ বাংলাদেশ ক্রিকেটের আলোচিত ঘটনা। অনেকেই মনে করেন তামিম ইকবালের ওয়ানডে বিশ্বকাপ না খেলার পেছনে কলকাঠি নেড়েছিলেন সাকিব। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অনেক আগেই নিজেকে সরিয়ে রেখেছেন তামিম। বিশ্বকাপে তাই দলের সাথে না থাকলেও আগ্রহ নিয়ে দেখেন খেলা। সাকিবের খারাপ পারফরম্যান্স ও তাই চোখ এড়ায়নি সাবেক এই বন্ধুর। 

ম্যাচের পর ইএসপিএনক্রিকইনফোর এক অনুষ্ঠানে সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা করেছেন তামিম ইকবাল। সেখানে সাকিবের সমস্যা নিয়ে তামিম বলেন, 'চোখের সমস্যার কারণে সাম্প্রতিক সময়ে শর্টবল খেলতে সমস্যার মুখোমুখি হচ্ছেন সাকিব। আমি মনে করি এটা নিয়ে তার আরও কাজ করা উচিৎ। এবং দেখা উচিৎ ভবিষ্যতে খেলাটাকে সে কিভাবে নেবে।"

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ বলে ৩ রান করে গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে যান সাকিব। বল হাতেও করেছেন মাত্র ১ ওভার, দিয়েছেন ৬ রান। সাকিব নিজের বোলিংয়ের কোটা পূরণ করেননি এমন দৃশ্য টি-টোয়েন্টি ক্রিকেটে বিরল। সাকিবকে একদশ থেকে বাদ দেয়ার সময় এসে গেছে কিনা সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে তামিম বলেন,

'অবশ্যই না, সাকিবের ৪ ওভার খুব গুরুত্বপূর্ণ, সে একজন অভিজ্ঞ বোলার। সে অনেক বছর ধরে নাম্বার ওয়ান অলরাউন্ডার।   তাই সে যদি ৪ ওভার বোলিং না করে তাহলে সেটা সমস্যার।'

টি-টোয়েন্টি বিশ্বকাপে ২ ম্যাচে ১ জয় ও ১ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের ২ এ অবস্থান করছে বাংলাদেশ। অন্যদিকে ৩ টি ম্যাচ জিতে শীর্ষে রয়েছে প্রোটিয়ারা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three