Image

দেশ ছাড়ার আগে যা বললেন তাওহীদ হৃদয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দেশ ছাড়ার আগে যা বললেন তাওহীদ হৃদয়

দেশ ছাড়ার আগে যা বললেন তাওহীদ হৃদয়

দেশ ছাড়ার আগে যা বললেন তাওহীদ হৃদয়

দীর্ঘ ৮ মাস পর ওয়ানডে ফরম্যাটে খেলতে যাচ্ছে বাংলাদেশ। আফগানিস্তানে বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। সেই সিরিজ খেলতে আজ বিমানবন্দরে যাওয়ার আগে মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামের একাডেমি ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাওহীদ হৃদয়।

ওয়ানডে ক্রিকেটটা বরাবর ই ভালো খেলে বাংলাদেশ। তাওহীদ হৃদয় ও প্রত্যাশা করছেন আফগানিস্তান সিরিজে ভালো কিছু করার, " আশা করি ইনশাআল্লাহ ভালোভাবে শুরু করতে পারব। বরাবরই আমরা এই ফরম্যাটে আমরা ভালো খেলে থাকি। আশা করছি ভালোভাবে শুরু করতে চাই। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী করতে পারলে ভালো কিছু হবে ইনশাল্লাহ।"

সম্প্রতি ভারত ও দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ টাও ভালো যায়নি। সবকিছু মিলিয়ে খেলোয়াড়দের আত্মবিশ্বাস থাকার কথা তলানিতে। তবুও অন্য ফরম্যাটের ব্যর্থতা কি প্রভাব ফেলবে আফগানিস্তান সিরিজে? 

তাওহীদ হৃদয় বললেন, "প্রতিটা প্লেয়ার এখানে পেশাদার। অতীত নিয়ে বেশি ভাবার কিছু নেই। ম্যাচ বাই ম্যাচ আগানোই ভালো। হতে পারে এক ম্যাচ বা টুর্নামেন্ট। আগে কী হয়েছে এগুলা নিয়ে চিন্তা করার সময় নেই। আমি মনে করি যেহেতু সামনের দিনটা আমরা কীভাবে শুরু করব সেটা গুরুত্বপূর্ণ।"

আফগানিস্তানের বোলিং আক্রমণ শক্তিশালী হলেও চিন্তার কিছু নেই হৃদয়ের কাছে, "তাদের স্পিন অনেক শক্তিশালী। আন্তর্জাতিকে সব দলই শক্ত। সব দলের সেরা প্লেয়াররাই খেলে। এগুলা নিয়ে চিন্তার কিছু নেই। আন্তর্জাতিকে পারফর্ম করতে হলে এইটুকু চ্যালেঞ্জ নিতেই হবে। তাদের নিয়ে আমরা প্ল্যান করব, সেভাবে চেষ্টা করব কাজে লাগানোর।"

দল ও দেশের জন্য ভালো কিছু করার জন্য সবার কাছে দোয়া চাইলেন এই ব্যাটার, "মানুষের প্রত্যাশা বেশি থাকবে এটাই স্বাভাবিক। আমিও চেষ্টা করছি ভালো করার। দোয়া করবেন সবাই যেন দলের জন্য এবং দেশের জন্য ভালো কিছু করতে পারি।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three