পাকিস্তান সিরিজের জন্য জিম্বাবুয়ে দলে একাধিক চমক
পাকিস্তান সিরিজের জন্য জিম্বাবুয়ে দলে একাধিক চমক
পাকিস্তান সিরিজের জন্য জিম্বাবুয়ে দলে একাধিক চমক
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। রবিবার জিম্বাবুয়ের ঘরের মাঠ বুলাওয়েতে শুরু হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে দলে নেয়া হয়েছে ট্রেভর গোয়ান্ডু, তাশিঙ্গা মুসেকিওয়া ও টিনোতেন্ডা মাপোসা; এই ৩ নতুন মুখকে।
ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন ক্রেইগ আরভিন। স্বাগতিকদের পেস আক্রমণের ভরসা ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা। তাছাড়া সিনিয়র ক্রিকেটার সিকান্দার রাজা এবং শন উইলিয়ামসন তো থাকছেই। যদিও শন সবশেষ ২০২৩ সালের জুলাইতে খেলেছিলেন একদিনের ক্রিকেট। এবার তাকে ওয়ানডেতে রাখা হলেও টি-টোয়েন্টি দলে রাখা হয়নি।
এদিকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের উপ-আঞ্চলিক বাছাইপর্বে যে দল নিয়ে খেলেছিল জিম্বাবুয়ে, পাকিস্তানের বিপক্ষেও সেই একই দল নিয়ে খেলবে তারা। টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের নেতৃত্ব দেবে সিকান্দার রাজা।
পাকিস্তানের জিম্বাবুয়ে সফরে থাকছে ৩ টি ওয়ানডে ও ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে ২৬ ও ২৮ নভেম্বর। এবং টি-টোয়েন্টি ম্যাচ গুলো হবে যথাক্রমে ১ ,৩ ও ৫ ডিসেম্বর।
জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াড:
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, জয়লর্ড গাম্বি, ট্রেভর গোয়ান্ডু, ক্লাইভ মাদান্ডে, টিনোতেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ব্র্যান্ডন মাভুতা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা ও শন উইলিয়ামস।
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড:
সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ট্রেভর গোয়ান্ডু, ক্লাইভ মাদান্ডে, ওয়েসলি মাধেভেরে, টিনোতেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্র্যান্ডন মাভুতা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স ও রিচার্ড এনগারাভা।