শ্রীলঙ্কার ১৭ সদস্যের টেস্ট দল ঘোষণা
শ্রীলঙ্কার ১৭ সদস্যের টেস্ট দল ঘোষণা
শ্রীলঙ্কার ১৭ সদস্যের টেস্ট দল ঘোষণা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন কাসুন রাজিথা। ২ বছর পর দলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার লাসিথ এমবুলদেনিয়া। সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়া দল থেকে দক্ষিণ আফ্রিকা সিরিজে বাদ পড়েছেন অলরাউন্ডার রমেশ মেন্ডিস, বাঁহাতি স্পিনার জেফরি ভ্যান্ডারসে।
এমবুলদেনিয়া সর্বশেষ খেলেছিলেন ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেখানে কোনো উইকেট নিতে না পারায় পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে তাকে বাদ দেয়া হয়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াডের বাকি ব্যাটাররা হলেন, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে এবং ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল এবং সাদিরা সামারাবিক্রমা। দলের নেতৃত্ব দেবেন ধনঞ্জয়া ডি সিলভা। অলরাউন্ডারদের মধ্যে রয়েছেন কামিন্দু মেন্ডিস, অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস এবং মিলান রথনায়েক।
পেস বোলারদের মধ্যে আছেন আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা এবং রাজিথা। বোলিং ইউনিটে আরো আছেন প্রবাথ জয়সুরিয়া, নিশান পেইরিস এবং এমবুলদেনিয়া।
সিরিজটি ২০২৩-২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফাইনাল নিশ্চিত করতে উভয় দলের জন্যেই গুরুত্বপূর্ণ সিরিজটি। প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে ডারবানে ২৯ নভেম্বর। দ্বিতীয় টেস্টটি গকেবেরহার সেন্ট জর্জ পার্কে অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কা দল দক্ষিণ আফ্রিকায় যাবে ২২ নভেম্বর।
শ্রীলঙ্কার টেস্ট দল: ধানাঞ্জায়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, দিমুথ কারুনারাত্নে, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ওশাদা ফার্নান্দো, সাদিরা সামারাউইক্রামা, প্রাবাথ জায়াসুরিয়া, নিশান পেইরিস, লাসিথ, এমবুলডেনিয়া, মিলান রাত্নায়েকে, আসিথা ফার্নান্দো, ভিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, কাসুন রাজিথা।