পাল্লেকেলের বৃষ্টি জিতল শেষ ওয়ানডে, শ্রীলঙ্কার সিরিজ জয়
পাল্লেকেলের বৃষ্টি জিতল শেষ ওয়ানডে, শ্রীলঙ্কার সিরিজ জয়
পাল্লেকেলের বৃষ্টি জিতল শেষ ওয়ানডে, শ্রীলঙ্কার সিরিজ জয়
পাল্লেকেলেতে গতরাতে জিতল না কেউ। বৃষ্টিতে পরিত্যক্ত শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে। তবে প্রথম দুই ওয়ানডে জয়ের ফলে সিরিজ জিতে নিল স্বাগতিকরা। বৃষ্টির কারণে শেষ ওয়ানডের খেলা বন্ধের আগে ২১ ওভারে ১ উইকেট হারিয়ে ১১২ করে ফেলেছিল কিউইরা।
সিরিজের শেষ ওয়ানডেতে জয় পেল পাল্লেকেলের বৃষ্টি। তবে আগের দুই জয়ের ফলে সিরিজ নিজেদের করে নিয়েছে লঙ্কানরা। প্রথম ম্যাচে ১৪৩, পরের ওয়ানডেতে হার-না-মানা ৭৪ রানের ইনিংস খেলে দলকে জেতানো কুশল মেন্ডিস পেলেন সিরিজ সেরার পুরস্কার।
আগেই টানা দুই ম্যাচ জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। অবশ্য প্রথম দুই ম্যাচেও হানা দিয়েছে বৃষ্টি। প্রথম ম্যাচটা ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪৫ রানে জিতে লঙ্কানরা। এরপর পাল্লেকেলেতে দ্বিতীয় ওয়ানডে ৩ উইকেটের জয়ে জিতে নিল সিরিজটাই। ওয়ানডে ক্রিকেটে ২০১২ সালের পর প্রথমবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় করলো তারা।
মাত্র ২১ ওভার খেলে পণ্ড শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের শেষ ওয়ানডে। টস জিতে আগে ব্যাট করতে নেমে ওপেনার টিম রবিনসনের উইকেট শুরুতেই হারায় নিউজিল্যান্ড। এরপর অবশ্য তিনে নামা হেনরি নিকোলসকে নিয়ে ৮৮ রানের জুটি গড়েন আরেক ওপেনার উইল ইয়াং। ২১ ওভার শেষ হওয়ার পর বিরামহীন বৃষ্টিতে আর খেলা হয়নি। স্থানীয় সময় রাত পৌনে আটটায় আম্পায়াররা আনুষ্ঠানিকভাবে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।