Image

ফলো-অনে পড়ে শুরুতেই আউট সাদমান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ফলো-অনে পড়ে শুরুতেই আউট সাদমান

ফলো-অনে পড়ে শুরুতেই আউট সাদমান

ফলো-অনে পড়ে শুরুতেই আউট সাদমান

চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটেও ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৫৭৫ রানের বিপরীতে বাংলাদেশ করতে পারে কেবল ১৫৯। তৃতীয় দিনের লাঞ্চ বিরতির পর অলআউট হয়ে ফলোঅনে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিদায় নেন ওপেনার সাদমান ইসলাম। 

স্কোরবোর্ডে ১৫ রান উঠতেই ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। ১৬ বল খেলা ওপেনার সাদমান ৬ রানে ফিরে গেছেন প্যাভিলিয়নে। আগের ইনিংসে অবশ্য পেয়েছেন ডাকের স্বাদ। মাহমুদুল হাসান জয়ের সঙ্গী তিনে নামা জাকির হাসান। ৬ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ১৬। 

আজ সকালে ৪৮ রানে ৮ উইকেট হারানোর পর তাইজুল ইসলাম আর মুমিনুল হকের ১০৩ রানের অবিশ্বাস্য জুটিতেই বাংলাদেশ পেয়েছে ১৫৯ রানের সংগ্রহ। ৮২ রানের ইনিংস খেলে বিদায় নেন মুমিনুল, তাইজুল ইসলাম শেষ ব্যাটার হিসেবে আউট হন ৩০ রানে। 

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছে ৫৭৫ রান। ফলোঅন এড়াতে বাংলাদেশের করতে হতো ৩৭৬ রান। কিন্তু কাগিসো রাবাদার ফাইফার আর ড্যান প্যাটারসন, কেশব মহারাজের জোড়া শিকারে বাংলাদেশের ইনিংস শেষ মাত্র ১৫৯ রানে। 

বাংলাদেশ অল্পতে গুটিয়ে যাওয়ায় প্রথম ইনিংসে প্রোটিয়াদের লিড ৪১৬ রানের। দক্ষিণ আফ্রিকা ফলোঅন করানোয় দ্বিতীয় ইনিংসে আবার ব্যাটিংয়ে বাংলাদেশ।

Details Bottom