Image

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ, হ্যাজেলউডদের ভাবনায় ইংল্যান্ডকে বিদায় করাও

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ, হ্যাজেলউডদের ভাবনায় ইংল্যান্ডকে বিদায় করাও

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ, হ্যাজেলউডদের ভাবনায় ইংল্যান্ডকে বিদায় করাও

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ, হ্যাজেলউডদের ভাবনায় ইংল্যান্ডকে বিদায় করাও

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ 'বি' গ্রুপের প্রথম দল হিসাবে সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এখন অব্দি ৩ ম্যাচের ৩ টি তেই জিতেছে তারা। গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। তবে অজিদের জন্য গুরুত্বহীন এই ম্যাচে জয় নয় বরং তাদের লক্ষ্য ভিন্ন জায়গায়।

ইংল্যান্ডকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দিতে স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে অস্ট্রেলিয়া। ইংলিশদের সুপার এইটের পথে বাঁধা হয়ে দাড়িয়েছে স্কটল্যান্ড। স্কটিশরা অজিদের বিপক্ষে জিতে গেলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে ইংল্যান্ডের।

চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে গ্রুপপর্ব থেকেই বিদায় করে দেয়ার এমন সুযোগ কিভাবে হাত ছাড়া করবে অস্ট্রেলিয়া? নামিবিয়ার বিপক্ষে জেতার পর সংবাদ সম্মেলনে এই দিকেই ইঙ্গিত করলেন ইংলিশ পেসার জশ হ্যাজেলউড।

হ্যাজেলউড বলেন, 'এই আসরে সম্ভবত বারবার আমাদের ইংল্যান্ডের মুখোমুখি হতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের দিনে যেকোনো কিছু করতে পারে দলটি। সুতরাং, আমরা যদি তাদের আগেই আসর থেকে বের করে দিতে পারি, সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো হয় এবং সম্ভবত অন্য সবার জন্যও।' 

হ্যাজেলউড আরও বলেন, 'এমন হলে বিষয়টি মজার হবে। দল হিসেবে আমরা এর আগে এমন অবস্থার সম্মুখীন হইনি। সুতরাং, আমাদের চেষ্টা থাকবে আজকে যেভাবে খেলেছি সেভাবে খেলে যাওয়া। সেটা নির্ভর করবে সবার উপর, শুধু আমার একার নয়।'

এক হার ও এক ম্যাচ ভেস্তে যাওয়ায় বিদায়ের শঙ্কায় রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সুপার এইটে যেতে হলে বাকি দুই ম্যাচ তো জিততেই হবে তাদের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে স্কটিশদের হারের দিকে। 

শুধু তাতেই হবেনা, আছে রানরেটের হিসাব ও। স্কটল্যান্ডের চেয়ে ইংল্যান্ডকে রানরেটে এগিয়ে থাকতে হবে, তবেই সুপার এইটে খেলার সুযোগ পাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three