মিরপুর টেস্টে জয় মার্করামের কাছে স্পেশাল
মিরপুর টেস্টে জয় মার্করামের কাছে স্পেশাল
মিরপুর টেস্টে জয় মার্করামের কাছে স্পেশাল
২০১৪ সালের পর এশিয়ায় দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট জয়ের সূচনা কাগিসো রাবাদার হাতে। মিরপুর টেস্টের দুই ইনিংস মিলিয়ে মোট ৯ উইকেট শিকার করেন রাবাদা। বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে দক্ষিণ আফ্রিকা এখন চারে। মিরপুরের মাঠে বাংলাদেশকে হারানো, এইডেন মার্করামের কাছে স্পেশাল এক জয়। পরের ম্যাচেও ভালো খেলার কথা জানিয়ে গেলেন মার্করাম।
দীর্ঘ এক দশক পর উপমহাদেশে দক্ষিণ আফ্রিকা দলের টেস্ট জয়, তাও আবার তরুণ একটা দল নিয়ে। ঘরের মাঠ, নিজেদের চেনা কন্ডিশনেও পাত্তা পায়নি বাংলাদেশ। ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে এসে প্রোটিয়া অধিনায়ক উচ্ছ্বাসের কথা শোনালেন,
'আমার মনে হয় এটা স্পেশাল। বেশ তরুণ এবং কিছুটা অনভিজ্ঞ দল এটি। উপমহাদেশের কন্ডিশনে এসে ম্যাচ জেতা দারুণ ব্যাপার আমাদের জন্য। ড্রেসিংরুমে আমাদের অনেক স্বস্তি দিবে এই জয়। সাথে আমাদের মাঝে আত্মবিশ্বাসও দিবে যে এমন কন্ডিশনেও আমরা ভালো লড়াই করতে পারি। আমাদের জন্য এটা অনেক কিছু। উপমহাদেশে বাংলাদেশের মত কন্ডিশনে ম্যাচ খেলাটা সামনে আমাদের অনেক রোমাঞ্চিত করে দেবে।'
মাত্র চার দিনে ঢাকায় হারানো গেল স্বাগতিকদের। প্রায় অসম্ভব কাজ সম্ভব করে মার্করাম বললেন, 'আসলে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হলে কোনো কিছু এমনি এমনি পেয়ে যাবেন এরকমটা ভাবা চলবে না। আমি বেশ কয়েক বছর ধরে খেলছি তবে উপমহাদেশে আগে কখনও (টেস্ট) ম্যাচ জিতিনি। ফলে এটা স্পেশাল মোমেন্ট ছিল আমাদের জন্য। সবচেয়ে বড় যে জিনিসটা আপনি এখান থেকে নিতে চাইবেন তা হল বিশ্বাস এবং আত্মবিশ্বাস, একটি দল হিসেবে। মানসিক দিক থেকে এটি আমাদের চাঙ্গা করবে। আমার মনে হয় সামনে এগিয়ে যেতে এটি সাহায্য করবে আমাদের। চেষ্টা করব টানা ভালো করে যেতে এবং দ্বিতীয় ম্যাচেও যেন চ্যালেঞ্জটা সামলাতে পারি।'